সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত ফেডারেশন কাপ । আজ মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । এই দুঃসংবাদ রাজনীতি ও সাধারণ মানুষের হৃদয়ে শোকের ছায়া ফেলেছে এবং তা সরাসরি এখন দেশের খেলার ওপরও প্রভাব ফেলেছে।
সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে আজ ফেডারেশন কাপের দুই ম্যাচ স্থগিত রেখেছে বাফুফে। আজ নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপের ফাইনালের সূচি ছিল। সেই ফাইনালও আজ হবে না। বাফুফে পরবর্তীতে এই খেলাগুলোতে সূচি প্রকাশ করবে।
এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রয়াত দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলি জানাতে আজ নির্ধারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। সকাল নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স খেলা পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। নতুন ম্যাচ সময় সম্পর্কে তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
প্রয়াত খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার ব্যাপক জটিলতা চলছিল বলে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার পরও তিনি আর সুস্থ হয়ে ওঠেননি।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ না ফেরার দেশে চলে গেছেন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছে বাংলাদেশ এবং খেলার বিশ্ব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















