ব্যর্থতার দায়ে পুরো দলকে নিষিদ্ধ করলো গ্যাবন সরকার

আফ্রিকান কাপ অব নেশনস

আফ্রিকান কাপ অব নেশনসে ভালো করতে পারেনি গ্যাবন। গ্রুপ পর্ব থেকে বাদ হওয়া দলটি তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। অর্থাৎ প্রথম পর্ব থেকে বিদায় হয়েছে দলটির। তাদের এমন বিদায় মেনে নিতে পারেনি দেশটির সরকার। কোচ ছাঁটাই করে দিয়েছে। শুধু তাই নয়, পুরো দলকে নিষিদ্ধ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে দেশটির সরকার জানিয়েছে।

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে ক্যামেরুন ও মোজাম্বিকের কাছে হেরে আগেই শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা শেষ করে ফেলেছিল গ্যাবন। আইভরি কোস্টের বিপক্ষে শেষ ম্যাচ ছিল তাদের। এ ম্যাচে শুরুতে দুই গোল করে জয়ের স্বপ্ন দেখছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত তাদের সে স্বপ্ন ধূলিস্যাত হয়ে যায়। আইভরি কোস্ট টানা তিন গোল করে ম্যাচ জিতে যায়। ফলে শূন্য হাতে ফিরতে হয় গ্যাবনকে।

এ ম্যাচে দলের অন্যতম তারকা পিয়েরে এমেরিক আউবামেয়াং ও ব্রুনো ইকুয়েলে মাঙ্গা খেলেননি। ক্লাব ফুটবলে অংশ নিতে মাঝ পথে জাতীয় দলকে বিদায় জানিয়ে ফ্রান্সে ফেরেন আউবামেয়াং। জাতীয় দলের সম্মান রক্ষার ম্যাচে না খেলায় তাকে শাস্তি দেওয়া হয়েছে। মাঙ্গাকেও দেওয়া হয়েছে একই শাস্তি।

Exit mobile version