বাংলাদেশের শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল, সব জায়গায় টেপ টেনিস ক্রিকেটের জয়জয়কার। দেশের সব অঞ্চলে টেপ টেনিস ক্রিকেটের একটা ক্রেজ লক্ষ্য করা যায়। আর দেশে টেপ টেনিসের কথা বললে যার নাম প্রথমে মাথায় আসে তিনি হলেন হেলিকপ্টার বাবলু। ধোনীর মতো বাবলুও হেলিকাপ্টার শটে বেশ পারদর্শী।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছেলে বাবলু। পারদর্শীতার জন্য তাকে অনেকে সিলেট এক্সপ্রেস নামে ডাকে। বাবলুর এই দীর্ঘ যাত্রার শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে। ফেসবুকের ফ্যান পেইজে নিজের খেলার ভিডিওর ফুটেজ আপলোড করেন বাবলু। সেখান থেকে সবার নজরে আসেন। একের পর এক নান্দনিক ক্রিকেটিং শটে ভক্তদের আনন্দে ভাসিয়ে রাখছেন বাবলু।
বাংলাদেশে টেপ টেনিস ক্রিকেটের বিশ্বকাপ বলে পরিচিতি লাভ করা বাবলু ক্রিকেট টুর্নামেন্টেও তার নিজের দল নিউহ্যাম গ্ল্যাডিয়েটরসকে চ্যাম্পিয়ন করেছেন। নিজে জিতেছেন টুর্নামেন্টের সেরা ব্যাটারের পুরষ্কার। বাবলু যে শুধু বাংলাদেশে খেলেন এমনটা না, ভারতে অনুষ্ঠিতব্য টেপ টেনিসের অন্যতম আকর্ষণ বাবলু। বেশ কিছুদিন আগেই ভারতের বেশ জনপ্রিয় কয়েকটা টুর্নামেন্ট সেরে মাঠে ফিরেছেন ।