গার্সিয়ার দূর্দান্ত পারফরম্যান্সে কাতালান ডার্বি বার্সেলোনার

লা লিগা

গার্সিয়ার দূর্দান্ত পারফরম্যান্সে কাতালান ডার্বি বার্সেলোনার

গোলের পর বার্সেলোনার খেলোয়াড়রা , ছবি: সংগৃহীত

গার্সিয়ার দূর্দান্ত পারফরম্যান্সে কাতালান ডার্বি বার্সেলোনার । নতুন বছরের শুরুতে লা লিগায় এক দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। বড় ধরণের এক দুঃশ্চিন্তা থেকে সমর্থকদের রেহাই দিয়েছেন দানি ওলমো এবং রবার্ট লেফানদোভস্কি। শনিবার রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলের মাঠে অনুষ্ঠিত খেলায় ওলমো ও লেফানদোভস্কির গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা।

ওলমো এবং লেফানদোভস্কি গোল করলেও এ ম্যাচে পয়েন্ট নিয়ে বার্সেলোনার মাঠ ছাড়ার কীর্তি কোনো অংশ কম নয় গোলরক্ষক হুয়ান গার্সিয়া ও ফার্মিন লোপেজের। গোলবারের নিচে দাঁড়িয়ে দারুণ সব আক্রমণ রুখে দিয়েছেন গার্সিয়া। জয়ের পুরো কৃতিত্ব তাকে দিলে ভুল হবে না। আর লোপেজ ছিলেন বার্সেলোনার দুই গোলের রূপকার।

বিশেষ করে ৩৯ মিনিটে পেরে মিলার হেড অসাধারণভাবে রুখে দেন গার্সিয়া। ছয় গজী বক্সের ভেতর থেকে নেওয়া মিলারের হেড এক হাতে কোনো মতো বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।

গার্সিয়ার দূর্দান্ত পারফরম্যান্সে কাতালান ডার্বি বার্সেলোনার , ছবি: সংগৃহীত

বছরের শুরুতে পাওয়া এ জয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ভালোভাবে ধরে রেখেছে। ১৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৯। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৪২ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করে চলেছে। রিয়াল মাদ্রিদ অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। আজ তারা রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে।

এস্পানিওলের মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে বার্সেলোনার সমর্থকদের বড় একটা সময় দুঃশ্চিন্তায় থাকতে হয়েছে। বার্সেলোনার সব আক্রমণ যে এস্পানিওলের দেয়ালে আটকে যাচ্ছিল। ফলে ম্যাচের ভাগ্য তখন নিশ্চিত পয়েন্ট ভাগাভাগির দিকে। ঠিক তখনই ঘটে গেলো এক বিস্ফোরণ। আর তাতেই এস্পানিওলের মাঠের গ্যালারিতে থাকা বার্সার সমর্থকরা যেন প্রাণ ফিরে পেল। ম্যাচের বয়স তখন ৮৬ মিনিট। ফার্মিন লোপেজের পাস থেকে থেকে ওলমো করেন গোলটি। এই গোলের রেশ কাটতে না কাটতে আবার গোলের দেখা পায় বার্সেলোনা। রবার্ট লেফানদোভস্কি করেন গোলটি। এ গোলের রূপকারও ছিলেন লোপেজ।

Exit mobile version