আলেহান্দ্রো গার্নাচোর জোড়া গোলের সুবাদে কারাবাও কাপের সেমিফাইনালে পৌঁছেছে চেলসি। মঙ্গলবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা কার্ডিফ সিটিকে ৩-১ গোলে হারায়। চেলসির হয়ে অন্য গোলটি করেন পেদ্রো নেতো।
হারলেও চেলসির বিপক্ষে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেছে কার্ডিফ সিটি। ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথম গোল করেন গার্নাচো। ৫৭ মিনিটে তার করা গোলে চেলসি এগিয়ে যায়। কিন্তু স্বাগতিক দল তাদেরকে খুব একটা স্বস্তিতে থাকতে দেয়নি।
১৮ মিনিটের ব্যবধানে কার্ডিফ খেলায় ফিরে আসে। ডেভিড টার্নবুল করেন গোলটি। গত ১৩ মাসে এটি তার প্রথম গোল। এ গোলের মাঝ দিয়ে কার্ডিফ স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু ৮২ মিনিটে নেতোর গোল চেলসিকে আবার এগিয়ে দেয়। আর ইনজুরি সময়ে গার্নাচো ব্যক্তিগত দ্বিতীয় গোল করে সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন।
চেলসি কোচ এ ম্যাচে বেশ বড়সড় একটা পরীক্ষার কাজ সেরে নিয়েছেন। গত শনিবার এভারটনের বিপক্ষে যে দলটা খেলেছিল সে দলের পুরোটাই পরিবর্তন করেছিলেন তিনি। তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে ময়সেস কায়সেদো দলে ফিরেছেন।
সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। আজ আরও দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। একটা বেনফোর্ডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি, অন্যটিতে ফুলহামের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। আগামী ২৩ ডিসেম্বর শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্সেনাল খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।
