ইউনেক্স–সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজের পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি। আজ শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অল–বাংলাদেশ পুরুষ দ্বৈতের ফাইনালে গৌরব–তানভীর জুটি ২–১ সেটে মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটিকে হারিয়ে দেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতপূর্ণ প্রথম সেটে গৌরব ও তানভীর জুটি ২১-১৯ পয়েন্টে জিতে যায়। দ্বিতীয় সেটে কোর্ট পরিবর্তন করার পর ভাগ্য বদলে যায় মিজানুর ও নাঈম জুটির। টানা পয়েন্ট পেতে শুরু করেন তারা। শুরুতে ৭-১ পয়েন্টে পিছিয়ে পড়লেও পরে ১৫-১৩ পয়েন্টের লিড নেয় গৌরব-তানভীর জুটি।
দ্বিতীয় সেটে শেষ পর্যন্ত মিজান ও নাঈম জুটি ২১-১৭ পয়েন্টে জিতে যান এবং ম্যাচটিতে ১-১ সমতা আসে। তৃতীয় সেটেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ২০-২০ পয়েন্টে সমান ছিল দুই জুটিই। কিন্তু শেষ পর্যন্ত টানা দুই পয়েন্ট পেয়ে ২২-২০ পয়েন্টে শেষ সেট জিতে চ্যাম্পিয়ন হয় গৌরব-তানভীর জুটি।
ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ ডন জানান, আন্তর্জাতিক সিরিজের পুরুষ দ্বৈতের ফাইনালে বাংলাদেশের দুটি জুটিই খেলার কারণে তাদের উৎসাহের জন্য আলাদা আর্থিক পুরস্কার ঘোষণা করা হবে।
আজ অন্য চার ইভেন্টেরও ফাইনাল হয়েছে। নারী এককের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মালয়েশিয়ার প্রতিযোগী লিম ঝি শিনকে ২১-১৯ ও ২১-৯ পয়েন্টের হারিয়ে চ্যাম্পিয়ন হন ভারতের তানভী রেড্ডি।
পুরুষ এককের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কাজাখস্তান। মালয়েশিয়ার মোহাম্মদ হারিস সুফিয়ান রুশদানকে ২১-১৬, ১৪-২১ ও ২১-১০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন কাজাখস্তানের দিমিত্রি পানারিয়ান।
নারী দ্বৈতে চ্যাম্পিয়ন মালয়েশিয়ার জান মিন য়ী-তান ঝিং হুই জুটিকে ২১-১৩, ১৭-২১ ও ২১-১৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় থাইল্যান্ডের থিটিওয়ারাদা-সারিসা জুটি। মিশ্র দ্বৈতের অল মালয়েশিয়া ফাইনালে দাতু আনিফ ইসাক ও ক্লারিসা সান জুটি ২১-১৩ ও ২১-১৫ পয়েন্টে স্বদেশী উই ই তান তার্ন ও তন ঝিং হুই জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ ডন সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন, ফেডারেশনের যুগ্ম সম্পাদক তাপতুন নাসরিন, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শাটলার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মাহবুব রব।
