৫-১ গোলে বেতিসকে উড়িয়ে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশীরা
গনজালো গার্সিয়ার হ্যাটট্রিকে বড় জয় রিয়ালের , ইনজুরি আক্রান্ত কিলিয়ান এমবাপ্পের অভাব বুঝতেই দিলেন গনজালো গার্সিয়া। রবিবার রাতে লা লিগায় নিজেদের মাঠের খেলায় রিয়াল বেতিসের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এই স্প্যানিশ। তার হ্যাটট্রিকের সুবাদে রিয়াল বেতিসকে উড়িয়ে ৫-১ গোলে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশীরা।
বেতিসের বিপক্ষে এ জয়ের ফলে লা লিগায় শিরোপা জয়ের দৌড়ে নিজেদের ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতায় রাখলো রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৫। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা।
রিয়াল বেতিস আগের আট ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছিল। দ্বিতীয়ার্ধে দারুণ খেলেও তারা ভালো করতে পারেনি। তবে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা।

ইনজুরি কারণে কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি নিয়ে উদ্বেগের কমতি ছিল না রিয়াল মাদ্রিদ সমর্থকদের। উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। রিয়াল মাদ্রিদের গোল মেশিন পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন এই ফ্রেঞ্চ তারকা। সব ধরণের ম্যাচে এ মৌসুমে এরই মধ্যে ৩৪ গোল করেছেন তিনি। তবে গনজালো গার্সিয়া তার অভাব বুঝতে দেননি। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে নাকানি চুবানি খাইয়েছেন তিনি।
গনজালো গার্সিয়া ২০, ৫০ ও ৮২ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন। রিয়ালের হয়ে অন্য দুই গোল করেন রাউল অ্যাসেনসিও ও ফ্রান গার্সিয়া। রিয়াল বেতিসে একটা মাত্র গোল পেয়েছে। তবে রিয়াল মাদ্রিদকে খুব একটা স্বস্তিতে থাকতে দেয়নি তারা। মাত্র একটা গোল পেলেও তারা রিয়ালের জন্য একাধিকবার ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছিল। যদিও তা থেকে তারা কোনো সুবিধা আদায় করতে পারেনি।
এদিন অনুষ্ঠিত লা লিগার অন্য ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ ১-১ গোলে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র করেছে। তবে লেভান্তে বিধ্বস্ত হয়েছে সেভিয়ার কাছে। ৩-০ গোলে জয় তাদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















