আফ্রিকান কাপ অব নেশনসে আফ্রিকার ঈগলস খ্যাত নাইজেরিয়ার শুভ সূচনা । নিজেদের গ্রুপের প্রথম ম্যাচে তারা তাঞ্জানিয়াকে ২-১ গোলে হারিয়েছে। সেমি আজায়ি ও আদেমোলা লুকমান নাইজেরিয়ার হয়ে গোল করেন। চার্লেস এম মমবোয়া তাঞ্জানিয়ার হয়ে একটা গোল পরিশোধ করেন।

চতুর্থ শিরোপা জয়ের মিশন শুরুতেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছিল নাইজেরিয়াকে। সেমি আজায়ির গোলে যদিও তারা প্রথমার্ধে এগিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে দেখা দেয় নাটকীয়তা। ৫০ মিনিটের সময় তাঞ্জানিয়া গোল ফিরিয়ে দেয়। তবে এ গোলের উৎসব খুবে বেশি সময় স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট। আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় আদেমোলা লুকমান ৫২ মিনিটে গোল করে আগের ব্যবধান ফিরিয়ে আনেন।
আগামী শনিবার নাইজেরিয়া ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে। এ ম্যাচে জয় পেলে আগেভাগে নাইজেরিয়ার কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত হবে। একই দিন তাঞ্জানিয়া উগান্ডার মুখোমুখি হবে।
আফ্রিকান অব নেশনসে এ পর্যন্ত তিনবার শিরোপা জয় করেছে নাইজেরিয়া। তবে তাদের সাফল্য খুবই অনিয়মিত। ১৯৮০ সালে প্রথম জয়ের পর ১৪ বছর ব্যবধানে ১৯৯৪ সালে দ্বিতীয়বার সাফল্যের দেখা পায় তারা। ১৯ বছর পর ২০১৩ সালে আসে আবার সাফল্য। তারপর এক যুগ পার হতে চলেছে। এ সময়ে দুইবার ফাইনালে খেললেও শিরোপার দেখা পায়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















