ম্যানচেস্টার সিটির গোল মেশিন আলিং হালান্ড আবার জোড়া গোল করেছেন। উভয়ার্ধে তার করা একটি করে গোলের সুবাদে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেডকে। জয়ী দলের হয়ে অন্য গোলটি করেন তিজানি রেইন্ডার্স।
এ জয়ের ফলে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ১৭ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট তাদের। এ জয়ে স্বল্প সময়ের জন্য ম্যানসিটি পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল, ছিটকে দিয়েছিল আর্সেনালকে। তবে নিজেদের ম্যাচে আর্সেনাল এভারটনকে হারিয়ে আবার শীর্ষে ফিরেছে।
৯০ মিনিটের লড়াই হলেও ওয়েস্ট হামের বিপক্ষে ম্যানসিটি খেলার শুরুতেই ম্যাচের গতি প্রকৃতি নির্ধারণ করে দেয়। আর তাতে নেতৃত্ব দেন হালান্ড। শুরুর পঞ্চম মিনিটেই তিনি স্কোরশিটে নাম লিখে নেন। তবে কিছুটা দুর্ভাগ্য তার। ম্যাচের শেষ সময়ে একটা গোলের সুযোগ নষ্ট করেছেন তিনি। ফলে নষ্ট হয়েছে হ্যাটট্রিকের সুযোগ। চলতি মৌসুমে ২৩ ম্যাচে ২৫ গোল হালান্ডের।

লিগের শুরুতে একটার পর একটা ম্যাচে পয়েন্ট হারিয়ে বেশ চাপের মুখে ছিল ম্যানসিটি। ফলে অন্যদের মুখে হাসি ফুটেছিল। তবে সেই বাজে সময়টা ম্যানসিটি পেছনে ফেলে এসেছে। টানা পাঁচ ম্যাচের জয় নিজেদের চাপটা এখন অন্যদের দিকে ঠেলে দিয়েছে।
এ ম্যাচে আর্লিং হালান্ড ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড তালিকায় বেশ বড় ধরণের ওলোট পালোট করেছেন। চলতি মৌসুমে তিনি দশমবারের মতো দলের হয়ে প্রথম গোল করেছেন। আর কোনো খেলোয়াড়ই নিজের দলের হয়ে পাঁচবারের বেশি প্রথম গোল করতে পারেননি। আর ম্যাচে জোড়া গোলের লড়াইয়ে টপকে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এই পর্তুগীজ তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ বার জোড়া গোল করেছেন। হালান্ডের জোড়া গোলের সংখ্যা এখন ২৭।
মোট গোলের লড়াইয়েও রোনালদোকে পেছনে ফেলেছেন হালান্ড। ২৩৬ ম্যাচে রোনালদো ১০৩ গোল করেছিলেন। হালান্ডের মোট গোল এখন ১০৪, খেলেছেন ১১৪ ম্যাচ। মোট গোলের লড়াইয়ে হালান্ড এখন চেলসির সাবেক তারকা দিদিয়ের দ্রগবার পাশে রয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















