বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী প্রতিযোগিতা। এবারের আসরে ব্যক্তিগত ইভেন্টে জাতীয় আরচ্যারীতে স্বর্ণ জিতলে অর্ধ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কম্পাউন্ড, রিকার্ভ নারী-পুরুষ দুই বিভাগেই পদকজয়ীদের আর্থিক পুরস্কার থাকছে।
আরচ্যারী ফেডারেশনের স্থায়ী পৃষ্ঠপোষক তীর জাতীয় চ্যাম্পিয়নশিপের স্পন্সর হয়েছে। আরচ্যারীর নিজস্ব ভেন্যু টঙ্গী স্টেডিয়ামে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। আজ বিকেলে অলিম্পিক এসোসিয়েশনের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন,
আমরা এবার ব্যক্তিগত ইভেন্ট দিয়ে শুরু করব। ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী ৫০ হাজার, রৌপ্যজয়ী ২৫ হাজার ও ব্রোঞ্জজয়ী ১০ হাজার টাকা করে পাবেন। আগামীতে অন্য ইভেন্টেও প্রদানের চেষ্টা করব।
ফুটবল, ক্রিকেটের বাইরে অন্য খেলার খেলোয়াড়রা আর্থিকভাবে তেমন সুযোগ-সুবিধা পান না। বিভিন্ন সংস্থার হয়ে চুক্তিতে বা মাসিক ভিত্তিক চাকরি করেন। সেই দলের হয়ে খেলেন। আর ফেডারেশনেও জাতীয় চ্যাম্পিয়নদের কিংবা জাতীয় খেলোয়াড়দের তেমন আর্থিক সুবিধা প্রদান করতে পারে না।
এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ৭১ দল অংশগ্রহণ করছে। যা বিগত সময়ের চেয়ে বেশি। জাতীয় চ্যাম্পিয়নশিপে ক্লাব বা জেলার অংশগ্রহণের মাধ্যমে ফেডারেশনের ভোটাধিকার পায়। সামনে ফেডারেশনের নির্বাচনের জন্যই কি এবার দল বৃদ্ধি? এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন,
ফেডারেশনে কাউন্সিলর হতে হলে চার বছরের মধ্যে দুই বার জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতে হয়। একবার খেললে তো আর কেউ ভোটাধিকার পাবে না।
এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপের বিশেষত্ব ফেডারেশনের নিজস্ব দল। শরণার্থীরা অলিম্পিক গেমসে আইওসির হয়ে অংশগ্রহণ করেন। তেমনি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান অংশগ্রহণ না করলে ঐ সংস্থার আরচ্যার বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের হয়ে খেলতে পারবেন। জাতীয় আরচ্যার রাকিব মিয়া আরচ্যারী ফেডারেশনের হয়ে খেলবেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














