হামজার লেস্টার সিটি চতুর্থ রাউন্ডে

এফএ কাপ

হামজার লেস্টার সিটি চতুর্থ রাউন্ডে

ছবি: সংগৃহীত

এফএ কাপে চমক ম্যাকলসফিল্ডের

এফএ কাপে চকম দেখিয়েছে হামজা চৌধুরীর লেস্টার সিটি। লিগ টু’র দল চেল্টেনহাম টাউনকে হারিয়ে হামজার লেস্টার সিটি চতুর্থ রাউন্ডে পৌঁছেছে। দিনের অন্য এক ম্যাচে ষষ্ঠ স্তরের ক্লাব ম্যাকলসফিল্ড চমক দেখিয়েছে। তারা বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে বিদায় করে দিয়েছে।

ছবি: সংগৃহীত

ম্যাকলসফিল্ড সত্যিকার চমক দেখিয়েছে।র‍্যাংকিংয়ে ম্যাকলসফিল্ড অ্যাস্টন ভিলা থেকে ১১৭ ধাপ পেছনে। এফএ কাপের ইতিহাসে এত পেছনে থাকা দল কখনো জিততে পারেনি। শনিবার রাতে সেই ইতিহাস বদলে দিয়েছে ম্যাকলসফিল্ড।

২-১ গোলে জয় পেয়েছে ম্যাকলসফিল্ড। অধিনায়ক পল ডসন ও আইজ্যাক বাকলি-রিকেটসের দুই গোলে জয় পায় ম্যাকলসফিল্ড। ম্যাচের শেষ সময়ে ক্রিস্টাল প্যালেস একটা গোল পায়।

লেস্টার সিটি দুই গোলই পেয়েছে প্রথমার্ধে। ২৩ মিনিটে প্যাটসন ডাকার গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির আগেই স্কোরশিটে নাম লেখান স্তেফি মাভিদিদি। র‍্যাংকিংয়ে ৫৪ ধাপ পিছিয়ে থাকা চেল্টেনহামের বিরুদ্ধে আট পরিবর্তন এনে দল সাজিয়েছিল হামজার নেতৃত্বাধীন লেস্টার সিটি। তবে জয় পেতে কোনো সমস্যা হয়নি। চতুর্থ রাউন্ডে লেস্টারসিটির প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। ২০ জানুয়ারি পর্যন্ত তৃতীয় রাউন্ডের খেলা হবে। তবে রবিবারই বেশির ভাগ ম্যাচ শেষ হয়ে যাওয়ায় এদিনই লেস্টার সিটি তার প্রতিপক্ষের নাম জেনে যেতে পারে।

Exit mobile version