বায়ার্ন মিউনিখে হ্যারি কেন ঝলক
আরও একটা লিগে শিরোপা জয়ের পথে এগিয়ে চলেছে বায়ার্ন মিউনিখ। রবিবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত বুন্দেসলিগায় তারা ৪-০ গোলে হারিয়েছে হেইডেনহেইমকে। উভয়ার্ধে দুটো করে গোল করে বায়ার্ন মিউনিখ। ঘড়ির কাটা আধা ঘণ্টা পার হতেই বায়ার্ন জোড়া গোলের দেখা পায়-জোসিফ স্টানিসিক ও মাইকেল ওলিসে গোল দুটো করেন। পরের দুই গোলের জন্য বায়ার্নকে লম্বা সময় অপেক্ষায় থাকতে হয়। লুইস দিয়াজ ও হ্যারি কেন যথাক্রমে ৮৬ মিনিট ও ইনজুরি সময়ে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এই গোলে বায়ার্নের হয়ে রেকর্ড গড়ে রোবেনকে পেছনে ফেললেন হ্যারি কেন।

এ ম্যাচে গোলের মাঝ দিয়ে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেন। এ মৌসুমে সব মিলিয়ে ২৫ ম্যাচে কেনের এটা ছিল ত্রিশতম গোল। শুধু লিগে ১৯তম। সব মিলিয়ে জার্মান ক্লাবটির হয়ে এটি ছিল কেনের শততম গোলে অবদান। ৮১টি গোল ও ১৯ গোলে রূপকারের ভূমিকায় ছিলেন কেন। এ গোলের মাঝ দিয়ে জার্মান লিগে সবচেয়ে দ্রুততম এই কীর্তি গড়েছেন তিনি।
ইংল্যান্ডের অধিনায়ক কেন ৭৮ ম্যাচে এই কীর্তি গড়েছেন। এর আগে এ রেকর্ড ছিল ডাচ তারকা আরিয়েন রোবেনের। তিনি এ কীর্তি গড়ে ১১৯ ম্যাচ খেলেছিলেন।
বায়ার্ন মিউনিখের এটি ছিল ১৫ ম্যাচে ত্রয়োদশ জয়। ৪১ পয়েন্ট নিয়ে তারা সবার উপরে। বরুশিয়া ডর্টমুন্ড বেশ দূর থেকে তাদের অনুসরণ করে চলেছে। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৩২।
গত মার্চ মাস থেকে কোনো জার্মান ক্লাবের কাছে বায়ার্ন মিউনিখ এখনো হারেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















