মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিক ছাপিয়ে নায়ক হাসান- প্রথম জয় নোয়াখালীর

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিক ছাপিয়ে নায়ক হাসান- প্রথম জয় নোয়াখালীর

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিক ছাপিয়ে নায়ক হাসান- প্রথম জয় নোয়াখালীর, ছবি: সংগৃহীত

মৃত্যুঞ্জয় চৌধুরির হ্যাটট্রিক, দুর্দান্ত মোস্তাফিজুর রহমান- তবু হারল রংপুর রাইডার্স। ফলে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা ৬ হারের পর প্রথম জয়ের দেখা পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরকে ৯ রানে হারিয়েছে নোয়াখালী।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নোয়াখালী এক্সপ্রেস পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেটে ৬৬ রান তোলে। কিন্তু দ্রুত কিছু উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৪৮ রানেই গুটিয়ে যায় তারা।

১৯তম ওভারে মোস্তাফিজ হ্যাটট্রিক মিস করেন হাসান মাহমুদকে কট অ্যান্ড বোল্ড করার ক্যাচটি ছেড়ে। তবে শেষ ওভারে মৃত্যুঞ্জয় ৩য়, ৪র্থ ও ৫ম বলে উইকেট তুলে নিয়ে চলতি আসরের দ্বিতীয় হ্যাটট্রিক করেন।

হ্যাটট্রিক করে উল্লাস মৃত্যুঞ্জয়ের, ছবি: সংগৃহীত

হাবিবুর রহমান সোহান ১৬ বলে ৩ চার, ২ ছয়ে ৩০, জাকের আলি ৩৭ বলে ৩ চার, ১ ছয়ে ৩৮ ও সৌম্য সরকার ২৭ বলে ৪ চারে ৩১ রান করেন। ৩টি করে উইকেট নেন মোস্তাফিজ ও মৃত্যুঞ্জয়। খুশদিল শাহ ২টি উইকেট নেন।

জবাবে ৪ ওভারেই রংপুর রাইডার্স ২৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয় ও ইফতিখার আহমেদের ৫১ বলে ৬৩ রানের জুটি রংপুরকে জয়ের আশা দেখায়।

৩১ বলে ৬ চারে ৩৭ রান করে ইফতিখার বিদায় নেওয়ার পর মাহমুদউল্লাহ ৯ এবং তাওহিদ ২৮ বলে ১ চার, ১ ছয়ে ২৯ রানে আউট হন। ফলে রংপুরের জিততে শেষ ওভারে ১৫ রানের প্রয়োজন পড়ে।

৩ উইকেট নিয়ে হাসান মাহমুদ ৫ রান দেন। খুশদিল ১৬ বলে ২ চার, ১ ছয়ে ২৪ রানে আউট হন। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান করতে পারে রংপুর।

হাসান ৪ ওভারে ২৬ রান দিয়ে ও আফগানিস্তানের বাঁহাতি স্পিনার জহির খান ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

নোয়াখালী এক্সপ্রেস- ১৪৮/১০; ১৯.৫ ওভার (জাকের ৩৮, সৌম্য ৩১, হাবিবুর ৩০, মাহিদুল ২৮; মোস্তাফিজ ৩/১৮, মৃত্যুঞ্জয় ৩/৪৩, খুশদিল ২/২৭)।

রংপুর রাইডার্স- ১৩৯/৯; ২০ ওভার (ইফতিখার ৩৭, তাওহিদ ২৯, খুশদিল ২৪; হাসান ৪/২৬, জহির ২/২৫)।

ফল : নোয়াখালী এক্সপ্রেস ৯ৃ রানে জয়ী।

ম্যাচসেরা : হাসান মাহমুদ

Exit mobile version