বিপিএলে হাসান ইসাখিলের সেঞ্চুরিতে রংপুরকে ১৭৪ রানের টার্গেট দিল নোয়াখালী । রোববার মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ২ উইকেটে ১৭৩ রান তোলে নোয়াখালী এক্সপ্রেস। দলের পক্ষে ঝড়ো সেঞ্চুরি করে অপরাজিত থাকেন হাসান ইসাখিলে। অবশ্য এদিন ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি তাদের।
দলীয় ৩২ রানের মাথায় বিদায় নেন রহমত শাহ। ১০ বলে ৯ রান করে নাহিদ রানার বলে লিটনের হাতে ক্যাচ দেন। এরপর জাকের আলী ব্যাটিংয়ে নেমে ৩ রানে আলিস আল ইসলামের বলে বোল্ড। শুরুতেই দুইকেট হারিয়ে অধিনায়ক হায়দার আলীকে নিয়ে জ্বলে উঠেন হাসান ইসাখিলে।
শুরুতে সতর্ক ব্যাটিংয়ে ৫০ বলে ফিফটি পূর্ণ করেন এই আফগান তরুণ ব্যাটার। পরে ২০ বলে সেঞ্চুরি তুলে নেন। ৭০ বলে চার বাউন্ডারি ও ১০ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৭২ বলে চার বাউন্ডারি ও ১১ ছক্কায় ১০৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়া হায়দার আলী ৩২ বলে অপরাজিত ৪২ রান করেন। এর আগে বিপিএলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নোয়াখালীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স।
মিরপুর শেরেবাংলায় ম্যাচটি শুরু দুপুর ১টায়। নিয়ম রক্ষার এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক লিটন দাস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















