ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ঝুঁকির মুখে

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ঝুঁকির মুখে

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ঝুঁকির মুখে, ছবি : সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে শেষ পর্যন্ত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল। ইতোমধ্যে আইসিসি বদলি হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ না গেলেও এখন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ঝুঁকির মুখে ।  

ভারতে এক চরম স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে নিপাহ ভাইরাসের সংক্রমণে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে অন্তত ৫ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ৫ জনের মধ্যে স্বাস্থ্যকর্মীও আছেন। কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই পরিস্থিতিতে থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়ার অনেক দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের একটি হাসপাতাল, ছবি : সংগৃহীত

বিশ্বকাপ সামনে রেখে যখন বিভিন্ন দেশের ক্রিকেটার, কর্মকর্তা ও হাজারো সমর্থকের ভারতে আসার কথা, ঠিক তখনই এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে স্বাস্থ্যঝুঁকির প্রশ্ন তুলেছে। নিপাহ একটি বাদুড়বাহিত ভাইরাস, যা অত্যন্ত প্রাণঘাতী হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে এর সংক্রমণে মৃত্যুহার ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে বলে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য।

নিপাহ একটি বাদুড়বাহিত ভাইরাস, যা অত্যন্ত প্রাণঘাতী হিসেবে পরিচিত , ছবি : সংগৃহীত

ইতোমধ্যেই, বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার আবেদন আমলে না নিয়ে তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়াতে বিশ্বব্যাপী বিতর্কের ঝড় চলছে। এ কারণে এমনকি পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে। এর মধ্যে আবার নিপাহ ভাইরাস সংক্রমণের খবর এসেছে।

Exit mobile version