ঝড়ো শতকে রংপুর জয়ের নায়ক হৃদয় ,আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সেঞ্চুরিতে বিপিএলে রংপুর রাইডার্সকে জেতালেন তাওহীদ হৃদয়। রোববার মিরপুরে হৃদয়ের সেঞ্চুরিতে নোয়াখালীকে 8 উইকেটে হারায় রংপুর। এ জয়ের ফলে ১০ ম্যাচে ১২ পয়েণ্ট নিয়ে তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করলো রংপুর।
জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে রংপুর রাইডার্স। ওপেনিং জুটিতে মালানকে নিয়ে ৭৮ রান তোলে তাওহীদ হৃদয়। এসময় মালান ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ১৭ বলে ১৫ রান করে জাকের হাসানের বলে বিদায় নেন। সতীর্থকে হারিয়ে অধিনায়ক লিটনকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন ওপেনার হৃদয়। ঝড়ো ব্যাটিংয়ে ২৭ বলে ফিফটি পূর্ণ করেন।
এরপর আস্তে আস্তে সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৫৭ বলে ১৪ চার ও দুই ছক্কায় সেঞ্চুরি তুলে নেন তাওহীদ হৃদয়। শেষ দিকে ৬৩ বলে ১৫ বাউন্ডারি ও দুই ছক্কায় ১০৯ রান করে হাসান মুরাদের বলে বোল্ড হয়ে ফেরেন। এরপর লিটন ৩৯ ও খুশ দিলশাহ ৩ রান করে অপরাজিত থাকেন।
এর আগে মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ২ উইকেটে ১৭৩ রান তোলে নোয়াখালী এক্সপ্রেস। দলের পক্ষে ঝড়ো সেঞ্চুরি করে অপরাজিত থাকেন হাসান ইসাখিলে। অবশ্য এদিন ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৩২ রানের মাথায় বিদায় নেন রহমত শাহ। ১০ বলে ৯ রান করে নাহিদ রানার বলে লিটনের হাতে ক্যাচ দেন।
এরপর জাকের আলী ব্যাটিংয়ে নেমে ৩ রানে আলিস আল ইসলামের বলে বোল্ড। শুরুতেই দুইকেট হারিয়ে অধিনায়ক হায়দার আলীকে নিয়ে জ্বলে উঠেন হাসান ইসাখিলে। শুরুতে সতর্ক ব্যাটিংয়ে ৫০ বলে ফিফটি পূর্ণ করেন এই আফগান তরুণ ব্যাটার। পরে ২০ বলে সেঞ্চুরি তুলে নেন। ৭০ বলে চার বাউন্ডারি ও ১০ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৭২ বলে চার বাউন্ডারি ও ১১ ছক্কায় ১০৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়া হায়দার আলী ৩২ বলে অপরাজিত ৪২ রান করেন।
এর আগে বিপিএলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নোয়াখালীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স। নিয়ম রক্ষার এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক লিটন দাস।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী ২০ ওভারে ১৭৩/২
রংপুর ১৯.৪ ওভারে ১৭৪/২
রংপুর ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা হৃদয়
