আইসিসির প্রিমিয়ার পার্টনার হলো হুন্ডাই

আইসিসির প্রিমিয়ার পার্টনার হলো হুন্ডাই

আইসিসির প্রিমিয়ার পার্টনার হলো হুন্ডাই

আইসিসির প্রিমিয়ার পার্টনার হলো হুন্ডাই । ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), হুন্ডাই মোটর কোম্পানির সঙ্গে বহুবছরের বৈশ্বিক অংশীদারত্বে চুক্তি করেছে। এর মাধ্যমে হুন্ডাই আইসিসির চারটি প্রিমিয়ার পার্টনারের একটি হিসেবে যুক্ত হলো।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আইসিসি চেয়ারম্যান জয় শাহ, প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা এবং হুন্ডাই ইন্ডিয়ার সিওও তরুণ গর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার পার্টনার হিসেবে হুন্ডাই আইসিসির আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে একচেটিয়া বৈশ্বিক অধিকার পাবে, যার মধ্যে ম্যাচের টসের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গেও যুক্ত থাকার সুযোগ থাকবে। ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই আইসিসির শীর্ষ বাণিজ্যিক অংশীদার তালিকা সম্পূর্ণ হলো।

এই অংশীদারত্বের মাধ্যমে আইসিসি ও হুন্ডাই দর্শকদের অভিজ্ঞতা বাড়াতে উদ্ভাবনী উদ্যোগে একসঙ্গে কাজ করবে।

Exit mobile version