রেকর্ড গড়া জয়ের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে গত (শনিবার) আফগানিস্তান যুব দলের বিপক্ষে ৭ বল এবং ৩ উইকেট হাতে রেখেই জিতে যুব টাইগাররা। বড় জয়ের পর অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন,‘বাংলাদেশকে জেতানোর জন্যই খেলি আমি।
ম্যাচ শেষে তিনি আরও বলেন,‘আমরা আজকে একটা ভালো শুরু করেছি। যা (পরবর্তীতে ম্যাচে) আমাদের অনেক সহায়তা করছে। ২৮৪ একটা বড় চেজ। আমি বিশ্বাস করি যে ব্যাটিংয়ে আমরা অনেক শক্তিশালী, (ম্যাচে) এটাই বোঝা গেছে।’
এদিন উদ্বোধনী জুটিতে জাওয়াদ ও রিফাত বেগ ১৫১ রান করেন। ওপেনিং জুটি নিয়ে অধিনায়ক বলেন, ‘জাওয়াদ আর রিফাত যেভাবে খেলছে আজকে, খুবই ভালো। বোলিংয়ে আরেকটু (ভালো করতে হবে)। আমার নিজের দিক থেকে কিংবা আরও যেসব বোলার ছিল, একটু উন্নতি করতে হবে। কারণ সামনের ম্যাচগুলো বড় দলের সঙ্গে, জিততে গেলে তাদের একটুও ছাড় দেওয়া যাবে না। এসব দিকে আমরা খেয়াল রাখতে পারি ইনশাআল্লাহ…(এখন পর্যন্ত) আলহামদুলিল্লাহ আমরা ভালো করছি।’
ব্যাট হাতে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরির ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জন্য যেটা ভালো হবে সেদিকেই নজর দেন তামিম, ‘আমরা খেলি শুধুই বাংলাদেশ দলকে জেতানোর জন্য। হয়তো এখানে ১০০ মিস গেছে বা ৫০ মিস হয়েছে। ওটা কিন্তু চিন্তার ব্যাপার না, আমাদের ভাবনা ম্যাচ জেতানোর দিকে। ছোট একটা জুটি অলিনও দিছে, জীবন ও রিজান শেষে রান এনে দিয়েছে। দলকে একটা অনেক বড় সহায়তা করেছে। এটা আমাদের জন্য খুবই জরুরি। তাই ব্যক্তিগত রানের দিকে না তাকিয়ে কেবল দল কিভাবে জেতে সেটাই চিন্তা করি সবসময়।’
উল্লেখ্য’এবারের যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। সমান পয়েন্ট পেলেও লঙ্কানরা শীর্ষে এবং দুইয়ে আছে তামিমের দল। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল (সোমবার) নেপালের বিপক্ষে লড়বে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











