যুক্তরাষ্ট্র ক্রিকেটকে বড় সহায়তার আশ্বাস আইসিসির

যুক্তরাষ্ট্র ক্রিকেটকে বড় সহায়তার আশ্বাস আইসিসির

যুক্তরাষ্ট্র ক্রিকেটকে বড় সহায়তার আশ্বাস আইসিসির, ছবি: সংগৃহীত

গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ক্রিকেটকে (ইএসএসি) স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে না পারায় নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শাসন কাঠামোয় রদবদল না ঘটার কারণে এখন আসন্ন আইসিসি ইভেন্টগুলোয় দেশটির ক্রিকেট অগ্রগতি পড়েছে শঙ্কার মুখে। তবে আজ যুক্তরাষ্ট্র ক্রিকেটকে বড় সহায়তার আশ্বাস আইসিসির ।

যুক্তরাষ্ট্র জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এবং দেশটির ক্রিকেট অগ্রগতির জন্য হাই পারফরম্যান্স প্রোগ্রামে যথাযথ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি। এ সময় নিশ্চিত করা হয়েছে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের প্রস্তুতিতে সহায়তা করার।

যুক্তরাষ্ট্রের ক্রিকেট এখন পৃষ্ঠপোষকতার ঘাটতিতে চরম আর্থিক সমস্যায় ভুগছে। এর সঙ্গে ক্রিকেট প্রশাসনের সঠিক কাঠামো না থাকায় বেশ সমস্যার মধ্যে ডুবে আছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট। ইউএসএ ক্রিকেট তাই ঘোষণা করেছে যে তারা স্বপ্রণোদিতভাবে ১১ পরিচ্ছেদ মোতাবেক দেউলিয়া হওয়ার প্রক্রিয়ায় যাবে।

বড় ধরণের সমস্যায় আছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট, ছবি: সংগৃহীত

অবশ্য গত সেপ্টেম্বরে আইসিসির নেওয়া সিদ্ধান্ত অনুসারে বলা হয়েছিল, শুধু বর্তমান ক্রিকেট প্রশাসন ও আর্থিক অস্থিরতার জন্য তারা জাতীয় দলের ক্রিকেটারদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে এমন কিছু হতে দেবে না। সেই মোতাবেক আইসিসি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রয়োজনমাফিক যে-কোনো হাই পারফরম্যান্স প্রোগ্রাম চালাতে ও জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটার এবং চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রেও সহায়তা দেবে।

এমনকি আইসিসি যুক্তরাষ্ট্র ক্রিকেটকে আর্থিক ঋণ সহায়তার প্রস্তাব করেছে যাতে ১১ পরিচ্ছেদ অনুসারে দেউলিয়াত্ব ঘোষণার প্রক্রিয়ার মধ্যেই ক্রিকেট সংশ্লিষ্টদের (ক্রিকেটার ও স্টাফ) বেতনাদি দেওয়া সম্ভব হয়। তবে ইউএসএ ক্রিকেট সেই প্রস্তাব গ্রহণ করেনি। এ কারণে এখন আইসিসি নজর দিচ্ছে, ইউএস ক্রিকেটের পক্ষ থেকে সঠিকভাবে বেতনাদি দেওয়া হচ্ছে কিনা।

এছাড়া আইসিসি নিশ্চিত করেছে যে, তারা খুব ঘনিষ্ঠভাবে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির সঙ্গে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের জন্য একটি শক্তিশালী ও কার্যকর হাই-পারফরম্যান্স কাঠামো গঠনে কাজ করছে।

Exit mobile version