বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন দিচ্ছে না আইসিসি!

বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন দিচ্ছে না আইসিসি!

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার সাংবাদিকদের বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন দিচ্ছে না আইসিসি!এমন অভিযোগ করেছে বাংলাদেশের সংবাদিকরা। বাংলাদেশ নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে যাবে না। তাদের জায়গা স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার পর এবার বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করেছে আইসিসি। যার অর্থ হচ্ছে, বাংলাদেশের কোনো

বিশ্বকাপের সংবাদ পরিবেশনের জন্য আইসিসির কাছে এক্রিডিটেশন চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশের সাংবাদিকরা। কিন্তু আইসিসি বাংলাদেশের কোনো সাংবাদিককে ভারত কিংবা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপের সংবাদ পরিবেশনের স্বীকৃতিপত্র বা এক্রিডিটেশন দেয়নি। সোমবার (২৬ জানুয়ারি) আইসিসি বাংলাদেশের সাংবাদিকদের এক্রিডিটেশন না দেয়ার বিষয়টি জানিয়ে সাংবাদিকদের মেইলে বার্তা পাঠিয়েছে।

এক্রিডিটেশন না দেয়ার কারণ হিসেবে আইসিসি বলছেন-বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের অনুমতি দেয়া হচ্ছে না। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন- ভারত শুধু খেলোয়াড় নয় বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ।

এদিকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। আগামী শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। তবে বাংলাদেশের পথ ধরে যদি পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করে, তাহলে আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে তারা।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ মার্চ টুর্মামেন্টের ফাইনাল। টুর্নামেন্টে গ্রুপ ‘সি’-তে ছিল বাংলাদেশ।

Exit mobile version