বিশ্বকাপ নিয়ে স্কটল্যান্ডের সাথে আলোচনা করেনি আইসিসি

স্কটল্যান্ডের সাথে আলোচনা করেনি আইসিসি

স্কটল্যান্ডের সাথে আলোচনা করেনি আইসিসি

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে স্কটল্যান্ডের সাথে আলোচনা করেনি আইসিসি । তবে বাংলাদেশ সরে গেলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়, নিয়ম অনুযায়ী বিশ্বকাপে খেলার কথা স্কটল্যান্ডেরই। এখনও কোনো ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যেন চলছে রোমাঞ্চে ঠাসা এক থ্রিলার। নতুন নতুন ঘটনায় রোমাঞ্চের পারদ উঠছে চরমে। তবে আনুষ্ঠানিক সমাপ্তি যেন হচ্ছেই না। ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে দল না পাঠানোর ব্যাপারে দুই দফায় আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরপর ১৭ জানুয়ারি আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে এসেও আলাপ করে গেছেন বিসিবি কর্তাদের সাথে। এরপরই ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে সময় বেঁধে দিয়েছে আইসিসি। বিসিবি ভারতে নিরাপত্তা শঙ্কার কথা জানালেও আইসিসির পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে সবকিছু ঠিকঠাক আছে বলেও জানানো হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। যদিও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছে বিসিবি।

বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে ভারতে না যায় এবং আইসিসিও শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচ সরিয়ে না নেয়, সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপে না খেলার সম্ভাবনাই বেশি। বাংলাদেশ না খেললে র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডের বিশ্বকাপে খেলার সম্ভাবনার কথা জানায় ক্রিকইনফো। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৪তম স্থানে রয়েছে স্কটল্যান্ড।

এবারের বিশ্বকাপে না খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে তারাই। ফলে নিয়ম অনুযায়ী, স্কটল্যান্ডই বিশ্বকাপে যাওয়ার কথা, যদি বাংলাদেশ না খেলে এ বিষয়ে বিবিসি জানিয়েছে, আইসিসির সাথে বিশ্বকাপে বাংলাদেশের বদলি দল হিসেবে খেলার ব্যাপারে কোনো আলাপই হয়নি স্কটল্যান্ডের।

ক্রিকেট স্কটল্যান্ডের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, বিশ্বকাপে খেলতে তারা প্রস্তুত কিনা এমন কোনো ব্যাপারে তাদের সাথে আলাপ করেনি আইসিসি। এছাড়া বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) তাদের কাউন্টার পার্ট হওয়ায় নিজ থেকে আগ বাড়িয়ে এ ব্যাপারে আইসিসির সাথে যোগাযোগ করবে না ক্রিকেট স্কটল্যান্ডও।

Exit mobile version