২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখন প্রায় আড়াই মাস বাকি। বিশ্বকাপ দল কেমন হবে জানালেন সালমান। এবারের বিশ্বকাপে বার্তি সুবিধা পাবে পাকিস্তান ক্রিকেট দল। আর কোন দলই সেই সুবিধা পাবে না। বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে এশিয়ার দুই শক্তিশালী দেশ ভারত ও পাকিস্তান।
ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত এই প্রতিযোগিতায় ২০টি দল অংশ নেবে। তবে পাকিস্তান কেবল তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কা। বাকি দলগুলোতে একবার ভারতে এরপর শ্রীলঙ্কায় গিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে হবে।
আয়োজক ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত প্রথম ম্যাচ খেলবে আমেরিকার বিরুদ্ধে। আর ভারত-পাকিস্তানের হাই-প্রোফাইল ম্যাচ হতে পারে ১৫ ফেব্রুয়ারি। বিশ্বকাপ ছাড়াও সবশেষ ২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত।
তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কারা জিতবে তা এখনও বলা মুশকিল! যদিও বিশ্বকাপ নিয়ে আগে ভাগেই নিজেরে লক্ষ্য পরিস্কার করেছেন পাকিস্তান টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা।
শিরোপা জিততে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলে বড় কোনো পরিবর্তনের সুযোগ নেই বলে মনে করেন তিনি। তার মতে সব খেলোয়াড়কেই নির্দিষ্ট ভূমিকা দেওয়া হয়েছে, আমরা সেগুলো নিয়েই সামনে এগোবো। সাম্প্রতিক সময়ে আমরা ভালো ফল পাচ্ছি, তাই একই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
তাঁর স্বপ্ন ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতা। এই দুই বিশ্বকাপ জিততে পারলে আমি সবচেয়ে খুশি হব। পাক অধিনায়কের মতে, বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি দলকে অনেক সাহায্য করবে। ‘সিনিয়রদের শ্রীলঙ্কার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে। নতুন খেলোয়াড়রাও এই সিরিজ থেকে অনেক শিখবে।
সালমান আরও বলেন, গত ১১ মাসে তিনি ৫৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তাই ফিটনেস ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। সামনে আরও ব্যস্ত সূচি থাকায় তিনি কোনো লিগে না খেলে নিজেকে ফ্রেশ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
চাপ নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের অধিনায়ক হলে চাপ থাকবেই। শুরুতে সমস্যা হচ্ছিল, এখন শিখে গেছি কীভাবে ব্যাটিং ও অধিনায়কের দায়িত্ব একসঙ্গে সামলাতে হয়।’
বাবর আজম সম্পর্কে তিনি বলেন, ‘আমি সবসময় বাবরকে বন্ধুর মতো দেখেছি, কখনও তাঁকে বড় ব্যাটসম্যান হিসেবে আলাদা করে ভাবিনি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











