টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আইসিসি প্রতিনিধি দল আলোচনা করতে আসছে বাংলাদেশে। আজ এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। পরে ভিডিও কনফারেন্সে বিসিবির সঙ্গে আলোচনা করা হয় আইসিসি থেকে। সিদ্ধান্ত পুনের্বিবেচনা করা এবং আলাদা ভেন্যুতে খেলার প্রস্তাবনাও আসে। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটল বিসিবি।
আজ রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন,`আমি সর্বশেষ অবস্থা শুধু এটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে, আইসিসির একটা টিম হয়ত আসছে বাংলাদেশে কথা বলার জন্য।’
অবশ্য বিশ্বকাপ খেলার বিষয়ে বাংলাদেশের অবস্থান আগের মতোই। তা স্পষ্ট করে ক্রীড়া উপদেষ্টা বলেন,’আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই। এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
