টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ নেওয়া এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। যেহেতু বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না, সে বিষয়ে এবার সরাসরি আলোচনা করতে আগামীকাল আইসিসি প্রতিনিধিরা আসছেন। এবার সন্তোষজনক ফলের আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিরাপত্তা শঙ্কার কথা আইসিসিকে জানিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ সেটি আগেই জানিয়েছে। মাঝে ভিডিও কনফারেন্স হয়েছে আইসিসি-বিসিবি, সমাধান আসেনি। আজ আইসিসির প্রতিনিধি দল আসছে সরাসরি আলোচনা করতে। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও তাদের একটি মিটিং হতে পারে। আজ মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান মিঠু।
মিঠু বলেছেন, ‘আমি জানি কাল আইসিসি প্রতিনিধি দল আসছে। প্রোগ্রাম সম্পর্কে সভাপতির জানা আছে। প্রোগ্রামে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট থাকবেন। আশা করি, মিটিং থেকে সন্তোষজনক ফল আসবে।’
বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে আগের নেওয়া সিদ্ধান্তই বহাল আছে বিসিবির। এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। বোর্ড বলেন আর সরকার— আমরা মনে করি, আমাদের টিম, খেলোয়াড় ও সমর্থকরা নিরাপদ না সেখানে। এটা নিয়েই আলাপ হবে। এটা সভাপতি নিজেই দেখভাল করছেন। ভালো লক্ষণ যে, তারা (আইসিসি প্রতিনিধি দল) আসছে। দেখা যাক বিষয়টি কোথা থেকে কোথায় যায়।’
মিটিংয়ে ক্রীড়ামন্ত্রীও উপস্থিত থাকতে পারেন, এই প্রসঙ্গে মিঠু জানালেন, ‘বিষয়টি আমার জানা নেই। একটা মিটিং হবে, সেখানে ক্রিকেট বোর্ড কর্তারা থাকবে। আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথেও হয়তো মিটিং হবে। এটা জানলে আপডেট করতে পারব।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















