নিরাপত্তাজনিত কারণে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি বানাচ্ছে জয় শাহর আইসিসি । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আইসিসিকে পাঠানো এক চিঠির পরই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
ভারতের ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনের সূত্র ধরে ফলাও করে এই তথ্য জানাচ্ছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমসহ অন্যান্য গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে টুর্নামেন্টের সূচি নতুন করে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। ’

সাম্প্রতিক সময়ে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পর্কের অবনতি এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। পরিস্থিতি অনেকটা ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের মতোই টানাপোড়েনের রূপ নিয়েছে।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের টানাপোড়েন শুরু। গত ১৬ ডিসেম্বর আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে, চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কেকেআর মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়। এর পেছনে অবশ্য দেশটির কিছু উগ্রপন্থীর চাপ ছিল।
রোববার বিসিবি এক বিবৃতিতে জানায়, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের’ কারণে তারা আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে, তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















