বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে অন্য দল নেবে আইসিসি

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে অন্য দল নেবে আইসিসি

বাংলাদেশ না খেললে বিকল্প দল ভাবছে আইসিসি।

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে অন্য দল নেবে আইসিসি । এমন দাবি করেছে ক্রিকইনফো! বুধবার আইসিসির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে তারা। যদিও এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি এখনও।

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে অন্য দল নেবে আইসিসি ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন বিতর্ক দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিবি’কে জানিয়েছে, যদি বাংলাদেশ নির্ধারিত ম্যাচগুলো খেলতে ভারতের মাঠে না যায়, তবে তাদের পরিবর্তে অন্য কোনো দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে।

আইসিসির বোর্ডে অনুষ্ঠিত ভোটে বেশিরভাগ সদস্যই বাংলাদেশের স্থলাভিষিক্ত হিসেবে অন্য দল নেওয়ার পক্ষে ছিলেন। বিসিবিকে আরও একদিন সময় দেওয়া হয়েছে তাদের অবস্থান জানাতে। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের মাটিতে খেলতে অস্বীকার করে, তবে স্কটল্যান্ডকে গ্রুপ সি গ্রুপে বাংলাদেশর স্থলাভিষিক্ত হিসেবে নেওয়া হতে পারে।

স্কটল্যান্ড ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল, ইউরোপীয় কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস, ইতালি এবং জার্সির পরে শেষ অবস্থানে ছিল। আইসিসি বোর্ডের বৈঠকে অংশ নিচ্ছেন সকল ফুল মেম্বার দেশের পরিচালকরা।

উপস্থিত আছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআইয়ের সচিব দেবাজিত সাইকিয়া, শ্রীলঙ্কার ক্রিকেট সভাপতি শ্যাম্মি সিলভা,পিসিবির চেয়ারম্যান মোহসিন নকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বের্ড, জিম্বাবুয়ের ক্রিকেট প্রধান তাভেঙ্গা মুখুলানি, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস।

ক্রিকেট নিউজিল্যান্ডের প্রতিনিধি রজার টোয়েস। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিসি ম্যানেজমেন্টের শীর্ষ কর্মকর্তা এবং অ্যান্টি-করাপশন প্রধান এন্ড্রু এফগ্রেভ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সম্প্রতি আইসিসিকে চিঠি পাঠিয়ে বাংলাদেশের অবস্থান সমর্থন করেছে। এরপর আইসিসি ঢাকায় এসে বিসিবির সাথে বৈঠক করেছে।

Exit mobile version