বাংলাদেশকে বাদ দেওয়ায় সমালোচনার মুখে আইসিসি

বাংলাদেশকে বাদ দেওয়ায় সমালোচনার মুখে আইসিসি

বাংলাদেশকে বাদ দেওয়ায় সমালোচনার মুখে আইসিসি

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় সমালোচনার মুখে আইসিসি। ভারতে নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল টাইগাররা। তবুও বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। অথচ নিরাপত্তা শঙ্কার কারণে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের নজির কম নেই।

আইসিসির এমন দ্বিচারিতা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটাররা। গত (শনিবার) আইসিসি এক বিবৃতিতে জানায়,

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ ঘোষণা করছে যে, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের সঙ্গে আইসিসির আলোচনা শুরুর পর থেকেই বিকল্প নাম হিসেবে স্কটল্যান্ডের কথা শোনা যাচ্ছিল।

বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি এবং অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার জেসন গিলেস্পি। আফ্রিদি হতাশা প্রকাশ করে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন,

বাংলাদেশ ও আইসিসি ইভেন্টে অংশ নেওয়া সাবেক একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এমন অসঙ্গতি দেখে আমি খুবই হতাশ। তারা ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও একই আবেদন মানতে অনাগ্রহী।

এমন সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট সংস্থার প্রতি আস্থার জায়গায় প্রভাব ফেলবে বলেও মনে করেন আফ্রিদি। সকল সদস্য দেশের প্রতি সমান আচরণের আহবান জানিয়ে তিনি লিখেছেন,

ধারাবাহিক সঙ্গতি ও ন্যায্যতা বিশ্ব ক্রিকেট সংস্থার মূল ভিত্তি। বাংলাদেশের ক্রিকেটার ও মিলিয়ন দর্শক সম্মান প্রত্যাশা করে–দ্বিচারী আচরণ নয়। আইসিসির উচিত সেতুবন্ধন তৈরি করা, সেটি জ্বালিয়ে দেওয়া নয়।

অন্যদিকে, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বচ্ছতা ও ব্যাখ্যা খুঁজছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা জেসন গিলেস্পি। টুইট বার্তায় তার প্রশ্ন,

বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না এ নিয়ে কি আইসিসি কোনো ব্যাখ্যা দিয়েছে?

এর আগে ২০২৫ সালের শুরুতে ভারত নিরপেক্ষ ভেন্যু দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক লাল বলের কোচ গিলেস্পি বলছেন,

মনে আছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে তাদের আয়োজক দেশের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়। কেউ কি বিষয়টি বুঝতে পারছেন?

প্রসঙ্গত, বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও এসেছে পরিবর্তন। ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড।

Exit mobile version