আইসিসির পর্যবেক্ষণ প্রমাণ করে ভারতে খেলার পরিবেশ নেই

আইসিসির পর্যবেক্ষণ প্রমাণ করে ভারতে খেলার পরিবেশ নেই

আইসিসির পর্যবেক্ষণ প্রমাণ করে ভারতে খেলার পরিবেশ নেই, ছবি: সংগৃহীত

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারপর আইসিসির নিরাপত্তা টিমের পর্যবেক্ষণ বাংলাদেশ দলকে নিয়ে ৩টি শঙ্কার কথা জানিয়েছে। আইসিসির পর্যবেক্ষণ প্রমাণ করে ভারতে খেলার পরিবেশ নেই এরপরই বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছেন, এই পর্যবেক্ষণ সন্দেহাতীতভাবে প্রমাণ করে ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই।

আজ বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। ফুটবল ও বাফুফের কিছু বিষয়ে বলার পর নিজেই ক্রিকেট বিশ্বকাপের প্রসঙ্গ আনেন।

ভারতে বাংলাদেশ দলের ৩টি শঙ্কার বিষয়ে আসিফ নজরুল বলেন,

আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, মুস্তাফিজ যদি বাংলাদেশ দলে অর্ন্তভুক্ত হয়, দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা ভারতে জার্সি পরে ঘোরাফেরা করলে, তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বৃদ্ধি পাবে।

আইসিসির এই নিরাপত্তা পর্যবেক্ষণ নিয়ে ক্রীড়া উপদেষ্টা জবাব দিয়েছেন,‘আমরা আমাদের শ্রেষ্ঠ বোলার বাদ দিয়ে দল করব, সমর্থকরা জার্সি পরতে পারবে না, ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেব– এর চেয়ে উদ্ভট ও অবাস্তব, অযৌক্তিক কিছু হতে পারে না।’

বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান যৌক্তিক প্রমাণিত হয়েছে দাবি করে আসিফ নজরুল বলেন,‘আইসিসি নিরাপত্তা টিমের এই পর্যবেক্ষণ সন্দেহাতীতভাবে প্রমাণ করে ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই। ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে খেলতে আমাদের কোনো আপত্তি নেই।’

Exit mobile version