নিজ দেশে প্রথমবার নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। এবার নাগপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪৮ রানে হারাল ভারত । টস জিতে স্বাগতিক ভারতকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ২৭ রানেই ২ উইকেট হারায় ভারত। কিন্তু তৃতীয় উইকেটে ৯৯ রানের জুটি গড়েন অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব। ২২ বলে ৪ চার, ১ ছয়ে ৩২ রানে সূর্যকুমার সাজঘরে ফেরেন।
আর অভিষেক মাত্র ২২ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড গড়েন। একমাত্র ব্যাটার হিসেবে ২৫ বলের কম খেলে ৮টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ২৫ বলের কম খেলে ৭টি করে হাফ সেঞ্চুরি আছে সূর্যকুমার, ফিল সল্ট ও এভিন লুইসের।
মাত্র ৩৫ বলে ৫ চার, ৮ ছক্কায় অভিষেক ৮৪ রানে যখন আউট হন ভারতের রান তখন ১২ ওভারে ৪ উইকেটে ১৪৯। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২৩৮ রান করে ভারত।
রিংকু সিং ২০ বলে ৪ চার, ৩ ছয়ে ৪৪ রান করেন। জ্যাকব ডাফি ২৭ রানে ও কাইল জেমিসন ৫৪ রানে ২টি করে উইকেট নেন।
জবাবে নেমে ১ রান করতেই ২ উইকেট হারিয়ে ধাক্কা খায় নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে টিম রবিনসন ১৫ বলে ২ চার, ১ ছয়ে ২১ করে বিদায় নেন। তবে গ্লেন ফিলিপস ২৯ বলে ফিফটি করেন।
তিনি মার্ক চ্যাপম্যানের সাথে ৪২ বলে ৭৯ রানের জুটি গড়েন। ফিলিপস ৪০ বলে ৪ চার, ৬ ছক্কায় ৭৮ রানে সাজঘরে ফেরার পরবর্তী ওভারেই চ্যাপম্যান ২৪ বলে ৪ চার, ২ ছক্কায় ৩৯ রানে আউট হন।
এরপর ড্যারিল মিচেল ১৮ বলে ৪ চারে ২৮ ও মিচেল স্যান্টনার ১৩ বলে ২ চারে অপরাজিত ২০ রান করলেও কিউইরা ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রানে থামে। বরুণ চক্রবর্তী ও শিভম দুবে ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত- ২৩৮/৭; ২০ ওভার (অভিষেক ৮৪, রিংকু ৪৪, সূর্যকুমার ৩২, হার্দিক ২৫; ডাফি ২/২৭, জেমিসন ২/৫৪)।
নিউজিল্যান্ড- ১৯০/৭; ২০ ওভার (ফিলিপস ৭৮, চ্যাপম্যান ৩৯, মিচেল ২৮; দুবে ২/২৮, বরুণ ২/৩৭)।
ফল : ভারত ৪৮ রানে জয়ী।
ম্যাচসেরা : অভিষেক শর্মা।
