নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ছক্কার বিশ্বরেকর্ড গড়ে ভারত জিতেছে ৪-১ ব্যবধানে। আজ পঞ্চম ম্যাচে কিউইদের ৪৬ রানে হারিয়েছে তারা। থিরুভানান্থপুরামে দুই দলের টি-২০ লড়াইয়ে সর্বাধিক ৪৯৬ রান হয়েছে এদিন।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানে দুই উইকেট হারায় ভারত। অভিষেক শর্মা ১৬ বলে ৪ চার, ২ ছয়ে ৩০ রানে আউট হন। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ ১৩৭ রানের রেকর্ড জুটি গড়েন।

এই উইকেটে ভারতের রেকর্ড ১৩৪ রানের জুটি ছিল বিরাট কোহলি ও সুরেশ রায়নার। সূর্যকুমার ৩০ বলে ৪ চার, ৬ ছক্কায় ৬৩ রানে সাজঘরে ফেরেন। কিষাণ করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এদিন এক হাজার রান পেরিয়ে ৪৩ বলে ৬ চার, ১০ ছক্কায় ১০৩ রান করেন তিনি।
পরে হার্দিক পান্ডিয়ার ১৭ বলে ১ চার, ৪ ছক্কায় করা ৪২ রান ভারতকে ২০ ওভার শেষে এনে দেয় ৫ উইকেটে ২৭১ রান। লোকি ফার্গুসন দুই উইকেট নেন। এটি নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ। চলতি সিরিজেই নাগপুরে ৭ উইকেটে ২৩৮ রান ছিল সেরা।
এদিন ২৩ ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটাররা। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এটি যৌথভাবে সর্বোচ্চ। ভারতের বিপক্ষে ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাও ২৩ ছক্কা হাঁকায়।
এই সিরিজে ৬৯ ছক্কা হাঁকিয়েছে ভারত। এটি এক সিরিজে কোনো দলের সর্বাধিক ছক্কার বিশ্বরেকর্ড। ২০২৩ সালে ইংল্যান্ড ৬৪ ছক্কা হাঁকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
জবাবে নিউজিল্যান্ড ১৯.৪ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায়। ভারতের বিপক্ষে এটিই তাদের সর্বোচ্চ। দ্বিতীয় উইকেটে ৪৮ বলে ১০০ রানের জুটি গড়েন ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। এরপরও অর্শদীপ সিং ৫ উইকেট নেওয়ায় বাকিরা ব্যর্থ হন।
অ্যালেন ৩৮ বলে ৮ চার, ৬ ছক্কায় ৮০, রাচিন ১৭ বলে ২ চার, ২ ছয়ে ৩০ এবং ইশ সোধি ১৫ বলে ১ চার, ৩ ছক্কায় ৩৩ রান করেন। অক্ষর প্যাটেল ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত- ২৭১/৫; ২০ ওভার (কিষাণ ১০৩, সূর্যকুমার ৬৩, হার্দিক ৪২; ফার্গুসন ২/৪১)।
নিউজিল্যান্ড- ২২৫/১০; ১৯.৪ ওভার (অ্যালেণ ৮০, সোধি ৩৩, রাচিন ৩০; অর্শদীপ ৫/৫১, অক্ষর ৩/৩৩)।
ফল : ভারত ৪৬ রানে জয়ী।
ম্যাচসেরা : ঈশান কিষাণ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















