অবশেষে নত হচ্ছে ভারত – বাংলাদেশকে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব নিয়ে বিসিবির দ্বারস্থ ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই! ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতের উগ্রপন্থী সংগঠনের হুমকি এবং সাম্প্রতিক কিছু ঘটনায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ভারতের পক্ষ থেকে ‘রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা’র প্রতিশ্রুতি দেওয়া হলেও নিজেদের অবস্থানে অনড় বিসিবি।
বরং বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ঢাকা। ঘটনার সূত্রপাত আইপিএল থেকে তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আকস্মিক বাদ দেওয়াকে কেন্দ্র করে।
বিসিবির মতে,
ভারতের রাজনৈতিক ও উগ্র ধর্মীয় সংগঠনের হুমকির মুখে মোস্তাফিজকে যেভাবে সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা পুরো দলের নিরাপত্তার ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বিষয়টিকে ‘অসম্মানজনক’হিসেবেও আখ্যায়িত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান সরাসরি বলেন,
যেখানে একজন মোস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে খেলোয়াড়, কোচ ও সংবাদকর্মীদের বিশাল বহরের নিরাপত্তা নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি। এই মুহূর্তে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















