ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে নাজেহাল করেছে ভারত। আজ কটকে ১০১ রানে প্রোটিয়াদের বিধ্বস্ত করেছে তারা। ভারতের ২০ ওভারে করা ৬ উইকেটে ১৭৫ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ১২.৩ ওভারে গুটিয়ে যায় ৭৪ রানে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভারত পাওয়ার প্লে-তে তেমন সুবিধা করতে পারেনি। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৪০ রান। ঘাড়ের সমস্যা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা শুভমান গিল ৪ ও অধিনায়ক সূর্যকুমার যাদব ১২ রানে আউট হন। সপ্তম ওভারে সাজঘরে ফেরেন ১৭ রান করা অভিষেক শর্মাও।
এক সময় ১৪ ওভারে মাত্র ১০৪ রানেই ৫ উইকেট হারায় ভারত। কিন্তু হার্দিক পান্ডিয়া বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি হাঁকান মাত্র ২৫ বলে। তিনি শেষ পর্যন্ত ২৮ বলে ৬ চার, ৪ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন।

শেষ ৫ ওভারে ৫৪ রান তোলে ভারত এবং নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৭৫। তিলক ভার্মা ৩২ বলে ২ চার, ১ ছয়ে ২৬, অক্ষর প্যাটেল ২১ বলে ১ ছয়ে ২৩ রান করেন। লুঙ্গি এনগিডি ৩১ রানে ৩টি ও রুথো সিপামলা ৩৮ রানে ২টি উইকেট নেন।
জবাব দিতে নেমে দ্বিতীয় বলেই কুইন্টন ডি ককের (০) উইকেট হারানো প্রোটিয়ারা বিপর্যস্ত অবস্থা কাটাতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১২.৩ ওভারেই ৭৪ রানে থেমেছে তাদের ইনিংস।
ডিওয়াল্ড ব্রেভিস ১৪ বলে ৩ চার, ১ ছয়ে সর্বোচ্চ ২২, এইডেন মার্করাম ১৪ বলে ১৪ ও ত্রিস্তান স্টাবস ৯ বলে ১৪ রান করেন। ২টি করে উইকেট নেন অর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ইনিংস- ১৭৫/৬; ২০ ওভার (হার্দিক ৫৯*, তিলক ২৬, অক্ষর ২৩; এনগিডি ৩/৩১, সিপামলা ২/৩৮)।
দক্ষিণ আফ্রিকা ইনিংস- ৭৪/১০; ১২.৩ ওভার (ব্রেভিস ২২, মার্করাম ১৪, স্টাবস ১৪; অক্ষর ২/৭, অর্শদীপ ২/১৪, বুমরাহ ২/১৭, বরুণ ২/১৯)।
ফল: ভারত ১০১ রানে জয়ী।
ম্যাচসেরা: হার্দিক পান্ডিয়া
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















