রাজনৈতিক টানাপোড়েন যে ক্রিকেটের সীমানায় এসে থামে না, সেটাই আবার চোখে আঙুল দিয়ে দেখাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টটি অনুর্ধ্ব ১৯ ফরম্যাটের হওয়ায়, খেলোয়াড়দের বয়স কমলেও ভারত – পাকিস্তান এর মধ্যকার দূরত্ব কমেনি একচুলও।
আজ (রোববার) আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচ শুরুর আগেই নজর কাড়ে টসের মুহূর্ত। ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে এবং পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ কেউই হাত মেলাতে এগিয়ে যাননি। চোখাচোখি ছাড়াই টস সম্পন্ন করে দুজনই সোজা ড্রেসিংরুমে ফিরে যান। পাকিস্তান টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়।
এই দৃশ্য নতুন কিছু নয়। চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে সংঘাতের পর থেকেই ক্রিকেট মাঠে ‘নো হ্যান্ডশেক’ অবস্থান বজায় রাখছে ভারত। সিনিয়র এশিয়া কাপে সূর্যকুমার যাদব পাকিস্তানের সালমান আগার সঙ্গে হাত মেলাননি। এমনকি ফাইনালে জয়ের পর ট্রফি গ্রহণ নিয়েও তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিস্থিতি। সেই ধারা অব্যাহত ছিল মেয়েদের বিশ্বকাপেও, যেখানে হারমানপ্রীত কৌর পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে সৌজন্য বিনিময় এড়িয়ে যান।
যুব এশিয়া কাপেও তার ব্যতিক্রম হলো না। মাঠের লড়াইয়ের আগেই আচরণে স্পষ্ট হয়ে গেল দুই দেশের সম্পর্কের বাস্তবতা।
এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ২৩৪ রানে। অন্যদিকে পাকিস্তান শুরুটা করেছে মালয়েশিয়ার বিপক্ষে ২৯৭ রানের বড় জয় দিয়ে। তবে স্কোরলাইনের বাইরে আলোচনার কেন্দ্রে থাকল হাত না মেলানোর সেই নীরব বার্তা, যা আবারও জানিয়ে দিল ভারত-পাকিস্তানের দূরত্ব এখনো অটুট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















