শিরোপা লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

সর্বশেষ দুই আসরে ছিল বাংলাদেশ। এবার পারেনি বাংলাদেশের যুবারা। তাদেরকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে তারা চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় দুবাইয়ে শুরু হবে শিরোপা নির্ধারনী এ ম্যাচটি।

যুব এশিয়া কাপের সবচেয়ে সফল দেশ ভারত গত দুই আসরে ফাইনালে উঠতে পারেনি। এবার তারা শিরোপার জন্য মুখিয়ে রয়েছে। গত দুই আসরে ব্যর্থ হলেও টুর্নামেন্টে রয়েছে দলটির একচ্ছত্র আধিপত্য। ১২ আসরের মধ্যে আটবার চ্যাম্পিয়ন তারা। শুরুতে টানা পাঁচবার শিরোপা জয়ের উৎসব করেছে দলটি। অন্যদিকে পাকিস্তান তিনবার ফাইনাল খেললেও জয় পেয়েছে একবার। তাও আবার ভারতের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন। এবার তাই তাদের সামনে এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।

ভারত শতভাগ জয় নিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে এই ভারতের কাছে হেরেছিল। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান পাত্তাই পায়নি চির প্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে। ৯০ রানে হেরেছিল। তবে ব্যক্তিগত সাফল্য পাকিস্তানকে আশাবাদী করছে।

ব্যাট হাতে পাকিস্তানের সমীর মিনহাস ব্যাটিংয়ে নেতৃত্ব দিচ্ছেন। ২৯৯ রান সংগ্রহ তার। অপরাজিত ১৭৭ রানের একটা ইনিংস রয়েছে তার। ভারত যে খুব একটা পিছিয়ে তা নয়। দলটির ব্যাটার অভিষেক কুন্ডু ২৬৩ রান করে মিনহাসকে অনুসরণ করছেন। শুধু তাই নয়, শীর্ষ দশ ব্যাটারের পাঁচজনই ভারতের। ফলে আজ পাকিস্তানের বোলারদের বড় পরীক্ষা দিতে হবে।

বল হাতে ১১ উইকেট নিয়ে পাকিস্তানের আব্দুল সোবহান সর্বোচ্চ উইকেট শিকারে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। অন্যদিকে ভারতের দীপেন দিপেশ ৪ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। শীর্ষ ১০ বোলারের মধ্যে ভারত ও পাকিস্তানের দুইজন করে বোলার রয়েছে।

Exit mobile version