নতুন বছরে ক্রিকেটের বড় টুর্নামেন্ট রয়েছে। পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপও। ফলে ২২ গজের লড়াইয়ে বেশ কয়েকবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।
ভারত-পাকিস্তান প্রথম মুখোমুখি হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই প্রতিযোগিতার একই গ্রুপে খেলবে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটো। শুধু গ্রুপ পর্বে নয়, একাধিকবার এই প্রতিযোগিতায় মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্ব ছাড়া তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে সেমিফাইনাল বা ফাইনালে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভিন্ন গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত ও পাকিস্তান। ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। আর পাকিস্তান ‘বি’ গ্রুপে। ফলে লিগ পর্বে তাদের দেখা হবে না। সুপার সিক্সেও তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। উভয় দল ভালো করলে সেমিফাইনাল বা ফাইনালে তারা মুখোমুখি হবে।
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের একবার মুখোমুখি হওয়া নিশ্চিত। আগামী ১৪ জুন এজবাস্টনে একে অপরের মোকাবেলা করবে তারা। এখানেও সেমিফাইনাল বা ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে।
সব মিলিয়ে ২০২৬ সালে ২২ গজে ভারত ও পাকিস্তানের দুইবার মুখোমুখি হওয়া নিশ্চিত। আর সব মিলিয়ে পাঁচবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাকিস্তান ও ভারতের ক্রিকেটারদের মধ্যে বর্তমান সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না। গত এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেনি ভারতীয় ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যানের কাছ থেকে ট্রফিও নেয়নি তারা। সেই বিতর্ক চলছে এখনো। নারীদের বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও একই নীতি অনুসরণ করে চলেছে ভারতীয় ক্রিকেটাররা।
