দুবাইয়ে আজ ভারত -পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল
আজ সকাল ১১ টায় দুবাইয়ে শুরু হতে যাচ্ছে অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। সেমি ফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো পাকিস্তান। অন্যদিকে শ্রীলংকাকেও ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ভারত -পাকিস্তান ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে ভারত ।
অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আয়ুশ মাথ্রে। এর আগে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত- পাকিস্তান। সেই ম্যাচে ভারত ৯০ রানে হারায় পাকিস্তান দলকে।
ভারত একাদশ
আয়ুশ মাথ্রে (অধিনায়ক), ভৈবব সূর্যবংশী, অ্যারন জর্জ, ভিহান মাটহোটরা, ভেদান্দ ট্রিভেদি, অভিজ্ঞ্যান কুন্ডু , কানিস্ক চৌহান,খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দিপেশ দেবেন্দ্রান এবং কিশান কুমার সিং।
পাকিস্তান একাদশ
ফারহান উইসুফ (অধিনায়ক) , সামীর মিনহাস, উসমান খান, আহমেদ হুসেইন, হামজা জাহোর, হুজাইফা আহসান, নিকাব শফিক, মোহাম্মদ সায়ান, আলি রেজা, আবদুল সুবহান এবং মোহাম্মদ সায়াম ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















