সিরিজ জিতলো ভারত
৫ম ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতলো ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, টস হেরে ব্যাটিংয়ে নেমে – ৫ উইকেটে ২৩১ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে খেলতে নেমে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রানেই সন্তুষ্ট থাকতে হয় দক্ষিণ আফ্রিকাকে।
ঘরের মাঠে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে স্বাগতিক ভারত। আগের তিন ম্যাচের মতো এই ম্যাচেও ভারতীয় দল দাপট দেখিয়েছে।
ভারতের পক্ষে তিলক ভার্মা ৪২ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন। তবে হার্দিক পান্ডিয়া এদিন ভারতের পক্ষে ১৬ বলে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন হার্ডিক পান্ডিয়া।
পায়ে ইনজুরির কারণে ম্যাচে ছিলেন না শুভমান গিল। সে জায়গায় ওপেনিং এর দায়িত্ব নেন সাঞ্জু স্যামসন। অভিষেক শর্মার সাথে মিলে ওপেনিংয়ে দ্রুতগতিতে রান তোলেন সাঞ্জু। ৫.৩ ওভারে ৬৩ রান তুলে নেয় এই জুটি।
২১ বলে ৩৪ রান করে অভিষেক শর্মা আউট হলে ওয়ান ডাউনে খেলতে নামা তিলক ভার্মা প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হন। দলীয় ৯৭ ও ব্যক্তিগত ৩৭ রানে আউট হন সাঞ্জু। অধিনায়ক সূর্য কুমার যাদবও বেশি সময় টিকতে পারেননি। আউট হয়েছেন পাঁচ রান করে।
পরে পান্ডিয়া এসে একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকিয়ে গ্যালারি মাতিয়ে তোলেন। সমান পাঁচটি করে বাউন্ডারি ও ছক্কা হাঁকান পান্ডিয়া। ২৫ বলে করেন ৬৩ রান
সব মিলিয়ে ৫ উইকেট হারিয়ে ২৩১ রানের সংগ্রহ পায় ভারত।
২৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠেন কুইন্টন ডি কক। এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার শততম টি-টোয়েন্টি ম্যাচ।
প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ২-০ তে পরাজিত ভারতীয় ক্রিকেট দল দাপট দেখিয়েছে সাদা বলে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়ার পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেলো ৩-১ ব্যবধানে, অন্য ম্যাচটি কোন বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











