নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে ইস্যুতে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা দাবি করেছেন, ভারত চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলুক ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ ক্রিকেট দল, ভক্ত-সমর্থকদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। এমন দাবি করে বিসিবি বাংলাদেশ দলের ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করে। কিন্তু তা নকচ হওয়ার পর বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।
বিষয়টি নিয়ে আইসিসির বোর্ডে ভোটাভুটি হয়, সেখানে শুধু পাকিস্তানই বাংলাদেশকে ভোট দেয়। এ কারণে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা দাবি করেছেন,পাকিস্তানের প্ররোচনায় শেষ পর্যন্ত বাংলাদেশ দল খেলতে আসেনি।.
শুক্লা বলেছেন,‘বাংলাদেশ দলকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছিল বিসিসিআই। তবু তারা ভারতে খেলতে অস্বীকৃতি জানায় এবং ভেন্যু শ্রীলঙ্কায় সরানোর দাবি তোলে। আমরা বাংলাদেশকে খেলাতে চেয়েছিলাম। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হতো না। কিন্তু তারা দল পাঠাতে রাজি হয়নি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















