কিংবদন্তি আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির ভারত এখন ভারতে। তবে প্রিয় মেসিকে দেখতে না পেয়ে ভারতের সমর্থকরা ভয়াবহ তান্ডব চালিয়েছেন। দশটির যুবভারতী স্টেডিয়ামে পৌঁছাতেই অনেক মানুষ ঘিরে ধরে মেসিকে। যে কারণে গ্যালারিতে থাকা দর্শকরা মেসিকে দেখতে পারছিলেন না। যে কারণে ক্ষেপে গেলেন দর্শকরা, মোটা অঙ্কে টিকিট কেটে মেসিকে দেখতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন তারা।
মেসিকে দেখতে না পারায় দর্শকরা ভয়াবহ তান্ডব চালিয়েছে মাঠে। গ্যালারিতে থেকে ছুড়ে মারা হলো বোতাল, চেয়ার ভেঙে ছুঁড়ে মারলেন মাঠে; ফেন্সিংয়ের গেট ভেঙে দর্শকরা ঢুকে পড়লেন মাঠের ভেতরে। পুলিশ লাঠিচার্জ করেও তাদের ফেরাতে ব্যর্থ হয়। সব মিলিয়ে লন্ডভন্ড এক কাণ্ড যুবভারতী স্টেডিয়ামে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় যুবভারতীর মাঠে প্রবেশ করে মেসির গাড়ি। সঙ্গে ছিলেন মেসির বন্ধু লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকেও। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি।
এক সময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। মূলত ভারতের মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে। এমনভাবে ঘিরে ধরেছিলেন, যেন ভালো করে হাঁটার জায়গাটুকুই পাচ্ছিলেন না মেসি। ক্যামেরা এবং মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। মেসিকে ঘিরে রাখেন নিরাপত্তারক্ষীরা।
মোহনবাগান ও ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও তাকে ঘিরে রেখেছিল সবাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কারণ, মেসি যে ১৬-১৭ মিনিট মাঠে ছিলেন, সেই সময় গ্যালারি থেকে এক বারও তাকে দেখা যায়নি।
১১.৫২ মিনিটে মেসিকে বের করে নিয়ে যাওয়া হয়। তখনও মাঠে এসে পৌঁছোননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ। আর্জেন্টিনার তারকা মাঠ থেকে বেরিয়ে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মোটা টাকায় টিকিট কিনে মাঠে এসেও মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
এক সময় মাঠের ধারে ফেন্সিংয়ের গেট ভেঙে হু-হু করে মাঠে লোক ঢুকতে শুরু করে। এক পর্যায়ে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই ফুটবলপ্রেমীরা আবার মাঠে ফিরে আসেন। ফুটবলপ্রেমীদের ক্ষোভ মূলত নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। তারা ফুটবলের মহাতারকাকে ঘিরে থাকার জন্যই গ্যালারি থেকে মেসিকে দেখা যায়নি। আর তাতেই ক্ষুব্ধ হন সমর্থকেরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











