ভারত ও পাকিস্তানের সম্পর্ক মানেই চিরচেনা উত্তেজনা। রাজনীতিতে যেমন, ক্রিকেটেও ঠিক তেমনই। মাঠে মুখোমুখি হলেই যেন আগুন ছড়ায় দুই দেশের আবেগ। কিন্তু পর্দার আড়ালে ছবিটা নাকি একেবারেই ভিন্ন। এমনই বিস্ময়কর দাবি করলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার ও বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ। তিনি বলেন, ভারতের পেস বোলিং উন্নয়নে তারা পাকিস্তানের সাহায্য চেয়েছে ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পডকাস্টে কথা বলতে গিয়ে আকিব জানান, পেস বোলারদের উন্নয়ন নিয়ে পরামর্শ চাইতে ভারতের পক্ষ থেকেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জিও সুপারকে উদ্ধৃত করে প্রকাশিত এই খবরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের অদৃশ্য দিকটি।
একই আলোচনায় আকিব পাকিস্তানের ক্রিকেট কাঠামো, হাই পারফরম্যান্স কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন। বর্তমানে তিনি জাতীয় নির্বাচক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ভারত-পাকিস্তানের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক নিয়ে উপস্থাপকের মন্তব্যের জবাবে হালকা রসিকতায় আকিব বলেন, সাধারণ মানুষ একভাবে বিষয়গুলো দেখে, আর ব্যুরোক্রেসি নিজের মতো করে সিদ্ধান্ত নেয়।
মাঠে যতই বৈরিতা থাকুক, উন্নয়নের প্রশ্নে ক্রিকেট যে শেষ পর্যন্ত ক্রিকেটই থেকে যায়, আকিব জাভেদের এই বক্তব্য যেন সেটাই আবার মনে করিয়ে দিল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















