নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় জয় ভারতের

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় জয় ভারতের

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় জয় ভারতের , ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। আজ রায়পুরে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড উড়ন্ত শুরু পায়। পাওয়ার প্লে’র ৬ ওভারে ২ উইকেট হারালেও রান ওঠে ৬৪। ডেভন কনওয়ে ৯ বলে ৩ চার, ১ ছয়ে ১৯ রানে আউট হলে ৪৩ রানের ওপেনিং জুটি ভাঙে।

টিম সেইফার্টও ১৩ বলে ৫ চারে ২৪ রানে বিদায় নেন। তবে তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস ৫৫ রানের জুটি গড়েন মাত্র ২৭ বলে। এতেই বড় সংগ্রহের ভিত পায় কিউইরা। রাচিন ২৬ বলে ২ চার, ৪ ছক্কায় ৪৪ রানে আউট হন।

স্যান্টনার অপরাজিত ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন, ছবি : সংগৃহীত

ফিলিপস ১৩ বলে ২ চার, ১ ছয়ে ১৯, ড্যারিল মিচেল ১১ বলে ৩ চারে ১৮ রান করেন। শেষদিকে মিচেল স্যান্টনার ঝড় তোলেন। তিনি ২৭ বলে ৬ চার, ১ ছয়ে অপরাজিত ৪৭ রান করেন।

ফলে ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রান করে নিউজিল্যান্ড। কুলদীপ যাদব ৪ ওভারে ৩৫ রানে ২ উইকেট নেন।

জবাবে ভারত ৬ রানেই ২ উইকেট হারায়। কিন্তু তৃতীয় উইকেটে মাত্র ৪৯ বলে ১২২ রানের জুটি গড়েন ঈশান কিষান ও সূর্যকুমার যাদব। কিষান ৩২ বলে ১১ চার, ৪ ছক্কায় ৭৬ রানে আউট হলেও জয়ের পথ দেখিয়ে গেছেন।

সূর্যকুমার ও কিষান ঝড়ো ইনিংস খেলেন, ছবি : খেলা.লাইভ অনুদিত

এরপর সূর্যকুমার ও শিভম দুবে অবিচ্ছিন্ন থেকে ৮১ রানের জুটি গড়েন মাত্র ৩৭ বলে। তাই ২৮ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় জয় ভারতের । ১৫.২ ওভারে ৩ উইকেটে ২০৯ রান তোলে তারা।

সূর্যকুমার ৩৭ বলে ৯ চার, ৪ ছয়ে ৮২ ও দুবে ১৮ বলে ১ চার, ৩ ছয়ে ৩৬ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড- ২০৮/৬; ২০ ওভার (স্যান্টনার ৪৭*, রাচিন ৪৪, সেইফার্ট ২৪; কুলদীপ ২/৩৫, দুবে ১/৭, হার্দিক ১/২৫)।

ভারত- ২০৯/৩; ১৫.২ ওভার (কিষান ৭৬, সূর্যকুমার ৮২*, দুবে ৩৬*; সোধি ১/৩৪, ডাফি ১/৩৮, হেনরি ১/৪১)।

ফল : ভারত ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : ঈশান কিষান।

Exit mobile version