সম্প্রতি টি-টোয়েন্টি এশিয়া কাপেই ভারতের সহঅধিনায়ক ছিলেন শুভমান গিল। এবার তাকেই বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত। যথারীতি সূর্যকুমার যাদবেন নেতৃত্বেই আবার বিশ্বকাপ খেলবে ভারত। সহঅধিনায়ক হয়েছেন অক্ষর প্যাটেল এবং ফিরেছেন রিংকু সিং ও ইশান কিষান।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বিশ্বকাপের শিরোপা জেতা ভারতের স্কোয়াড নিয়ে এবার অনেক আলোচনা এবং আগ্রহ ছিল চারিদিকে। কারণ গত বিশ্বকাপ জয়ের পরই অবসরে যান দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা।
এ কারণে ভারতীয় দলে শুভমান গিলের উপস্থিতি প্রায় নিশ্চিতভাবেই বলা যাচ্ছিল। সে কারণে তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সহঅধিনায়ক করে এশিয়া কাপে স্কোয়াড নিয়ে যায় ভারত। কিন্তু গিলের সাম্প্রতিক ফর্ম এতটাই খারাপ যে তাকে এই ফরম্যাট থেকে বাদই দিতে হয়েছে। তাকে বাদ দিয়ে ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এই বিশ্বকাপেও সূর্যকুমার অধিনায়ক এবং তার সহকারী হয়েছেন অলরাউন্ডার অক্ষর। বিশ্বকাপের জন্য ঘোষিত এই দলই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। ভারতের মাটিতে ২১ জানুয়ারি থেকে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজ। এর আগে ১১ জানুয়ারি থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। আসন্ন মেগা ইভেন্টের স্কোয়াডে গিলের পাশাপাশি বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মাও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিষাণ (উইকেটরক্ষক)।
