মোস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতের বিশ্বকাপজয়ী তারকার ক্ষোভ

মোস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতের বিশ্বকাপজয়ী তারকার ক্ষোভ

মোস্তাফিজ ও ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল , ছবি: সংগৃহীত

মোস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতের বিশ্বকাপজয়ী তারকার ক্ষোভ ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল ক্ষোভ প্রকাশ করেছেন মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায়। ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।

৯ কোটি ২০ লাখ রুপিতে এবার আইপিএল নিলাম থেকে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা। কিন্তু তাকে খেলতে দেওয়া হবে না, খেললে পিচ নষ্ট করা হবে এমন হুমকি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে।

মদন লাল ১৯৮৩ সালের বিশ্বকাপ জেতা ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে’র কাছে তিনি বলেছেন,

খেলাধুলার ভেতরে রাজনীতির এই অনধিকার প্রবেশ মোটেও ভালো লক্ষণ নয়। পরিস্থিতির চাপে বিসিসিআই অনেকটা একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় মদন লাল ক্ষোভ প্রকাশ করে আরও বলেছেন,

বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ, তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই। এমনকি শাহরুখ খানেরও না; কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে? আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে?

বাংলাদেশে সম্প্রতি কিছু হিন্দু সংখ্যালঘুর ওপর হামলা, নির্যাতন হয়েছে এমন অভিযোগ তুলে কিছু ভারতীয় সংগঠন ও ব্যক্তি মোস্তাফিজের আইপিএল খেলার বিরোধিতা করেন। বিষয়টি নিয়ে মদন লাল বলেন,‘নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মাঝখানে টেনে আনা হচ্ছে?’

Exit mobile version