শিরোপা পথে এগোচ্ছে ইন্টার মিলান
সেরি আ’র শিরোপা নির্ধারণ হতে এখনো অনেক দেরি, তবে সে পথে বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে ইন্টার মিলান। বুধবার রাতে অ্যাওয়েতে তারা পারমাকে হারিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে। ঘন কুয়াশায় ঘেরা ম্যাচে জয় ইন্টার মিলানের ২-০ গোলে । ফেডেরিকো ডিমারকো এবং মার্কাস থুরাম গোল করেন।
ডিমারকো গোল করেছেন প্রথমার্ধের শেষ সময়ে। ফলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের শেষ সময়ে স্কোরশিটে নাম লেখান থুরাম। ইন্টার মিলানের এটা ছিল টানা ষষ্ঠ জয়।
এ জয়ের ফলে ১৮ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। দলটি এ পর্যন্ত চার ম্যাচে হেরেছে। কোনো ড্র করেনি। এসি মিলান একটু দুরে থেকে ইন্টার মিলানকে অনুসরণ করে চলেছে। দুই দলের পার্থক্য চার পয়েন্টের। তবে ইন্টার মিলানের একেবারে ঘাড়ের ওপর আসার সুযোগ রয়েছে এসি মিলানের। কেননা তারা একটা ম্যাচ কম খেলেছে।
নাপোলির সামনে অবশ্য ইন্টার মিলানের একটা আতঙ্ক হওয়ার সুযোগ ছিল। কিন্তু বুধবার রাতে সে সুযোগ তারা হাতছাড়া করেছে। নিজেদের মাঠের খেলায় তারা হেলাস ভেরোনার সঙ্গে ড্র করেছে। ২-২ গোলে ড্র’র পর তাদের পয়েন্ট ১৮ ম্যাচ শেষে ৩৮। ড্র করে নিজেদে ভাগ্যবান মনে করতে পারে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা নাপোলি। কেননা ভেরোনার বিপক্ষে এক পর্যায়ে তারা ০-২ গোলে পিছিয়ে ছিল। ৫৪ মিনিটে স্কট ম্যাক টমিনে এবং ৮২ মিনিটে জিওভান্নি ডি লোরেঞ্জোর গোলে সমতা ফেরায়।
