পিছিয়ে পড়েও ইন্টার মিলানের বড় জয়

সেরি আ

পিছিয়ে পড়েও ইন্টার মিলানের বড় জয়

ছবি: সংগৃহীত

পিছিয়ে পড়েও ইন্টার মিলানের বড় জয় , সেরি আ’তে পিসার বিপক্ষে গোল উৎসব করেছে ইন্টার মিলান। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় শিরোপা প্রত্যাশী দলটি ৬-২ গোলে জয় পেয়েছে। পিসার স্টেফানো মোরেও জোড়া গোল করলেও মিলানের ছয় গোল এসেছে ছয় খেলোয়াড়ের কাছ থেকে।

ইন্টার মিলান পিওতর জিয়েলিনস্কি, লাউতারো মার্টিনেজ, পিও ইস্পোসিতো, ফেডেরিকো ডিমার্কো, আঙ্গে ইয়োন বনি ও হেনরিক মাকহিতারিয়ান।

ইন্টার উভয়ার্ধে তিনটি করে গোল করে। প্রথম তিন গোল প্রথমার্ধের শেষ ছয় মিনিটে। আর দ্বিতীয়ার্ধের তিন গোল শেষ সময়ের ছয় মিনিটে।

বড় ব্যবধানে জয় পেলেও ম্যাচের শুরুটা ইন্টার মিলানের জন্য মোটেও স্বস্তির ছিল না। কেননা শুরুতে একের পর এক গোল হজম করেছে। ১১ ও ২৩ মিনিটে পরপর দুই গোল করে মোরেও চমকে ইন্টার মিলান সমর্থকদের।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে ইন্টার মিলানের শীর্ষস্থান আরও পোক্ত হয়েছে। ২২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫২। খুব কাছ থেকে তাদের অনুসরণ করে চলেছে চির প্রতিদ্বন্দ্বী এসি মিলান। এক ম্যাচ কম খেলা এসি মিলানের পয়েন্ট ৪৬।

Exit mobile version