৯ দেশের ২৪ খেলোয়াড় নিয়ে ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে প্রথম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা। সেনাপ্রধানের পৃষ্ঠপোষকতা এবং স্কোয়াশ ফেডারেশন আয়োজনে এই আসরটি ২ জানুয়ারি শুরু হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ সরকার, বিশ্ব স্কোয়াশ ফেডারেশন (ডব্লিউএসএফ) এবং পেশাদার স্কোয়াশ অ্যাসোসিয়েশনের (পিএসএ) অনুমোদিত ০৬ দিন ব্যাপি এই প্রতিযোগিতা অনাড়ম্বরভাবে শুরু হয়।
আন্তর্জাতিক এই স্কোয়াশ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে জাপান, বেলজিয়াম, পাকিস্তান, মালয়েশিয়া, হংকং, কুয়েত, বাহরাইন ও মিশরের বাছাই করা ২৪ খেলোয়াড়। টুর্নামেন্টটি শুরু হয়েছে ২ জানুয়ারি এবং ৬ জানুয়ারি পর্যন্ত চলবে। বাংলাদেশ দলের সাহাদৎ ও রনি দেবনাথ এবং বাংলাদেশ জুনিয়র দলের আমিনুল ও সাইমুন অংশগ্রহণ করছেন।
শুক্রবার আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইন্জিনিয়ারিং চীফ এবং স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান। তিনি বলেন,‘ সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধা নিয়েই আমরা বাংলাদেশে স্কোয়াশ খেলাকে পুনরুজ্জীবিত করে সামনের দিকে নেওয়ার কাজ করে যাচ্ছি। এই ধারা অব্যাহত রাখতে পারলে আগামীতে স্কোয়াশ আরো এগিয়ে যাবে এবং বাংলাদেশের জন্যে সন্মান নিয়ে আসবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আদেল আল-গালিব। এ ছাড়া ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলামসহ (অব.) নির্বাহী পর্ষদের সদস্য, ঊর্ধতন সামরিক কর্মকর্তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













