আইপিএল এর মঞ্চ আবারও জমতে চলেছে। আগামী ১৬ ডিসেম্বর বসছে টুর্নামেন্টের পরবর্তী আসরের আইপিএল নিলাম । শুরুতে ১৩৫৫ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত সংক্ষেপিত তালিকায় রাখা হয়েছে ৩৫০ জনকে। এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার।
ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের ই-মেইল দিয়ে মিনি অকশনের সময় চূড়ান্ত করেছে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে নিলাম। ৩৫০ জনের তালিকায় রয়েছেন ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশি ক্রিকেটার। মোট ৭৭টি স্লট এখনো খালি, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের স্থান ৩১টি।
সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে নামবে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে রয়েছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি, এবং এখনো ১৩ জন খেলোয়াড় (যার মধ্যে ৬ জন বিদেশি) দলে ভেড়ানোর সুযোগ আছে।
বাংলাদেশের যেসব ক্রিকেটার শেষ তালিকায় আছেন
- মুস্তাফিজুর রহমান
- তানজিম হাসান সাকিব
- রিশাদ হোসেন
- তাসকিন আহমেদ
- নাহিদ রানা
- রাকিবুল হাসান
- শরিফুল ইসলাম
প্রাথমিক তালিকায় থাকলেও বাদ পড়েছেন সাকিব আল হাসান।
৪০ জন ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ ২ কোটি রুপি বেস প্রাইসের ক্যাটাগরিতে। একমাত্র বাংলাদেশি হিসেবে সেখানে জায়গা পেয়েছেন মুস্তাফিজ, যিনি গত মৌসুমে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। অন্যদিকে রিশাদসহ বাকি পাঁচ বাংলাদেশির বেস প্রাইস ৭৫ লাখ রুপি। সাত জনের মধ্যে আইপিএলে অভিজ্ঞতা আছে শুধু মুস্তাফিজের, যিনি এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন।
নিলামের আগের দিন নতুন করে যুক্ত করা হয়েছে ৩৫ জন খেলোয়াড়কে। এর মধ্যে সবচেয়ে আলোচনায় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারও যুক্ত হয়েছেন, যারা প্রাথমিক তালিকায় ছিলেন না। এক ফ্র্যাঞ্চাইজির সুপারিশে ডি ককের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার তার বেস প্রাইস ১ কোটি রুপি, যা গত মেগা অকশনের অর্ধেক। আগেরবার কেকেআর তাকে নিয়েছিল ২ কোটি রুপিতে, যদিও খারাপ মৌসুমের পর দলটি তাকে ছেড়ে দেয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















