ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন শেষ টানলেন আইপিএল অধ্যায়ে। দীর্ঘ ১৬ মৌসুম, পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলার পর হঠাৎ করেই এই মেগা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ অশ্বিন জানান, তার আইপিএল যাত্রা এখানেই শেষ। আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ১৮৭ উইকেট রয়েছে তার ঝুলিতে।
নিজের বার্তায় তিনি লিখেছেন, ‘বিশেষ দিনে বিশেষ শুরু। প্রতিটি সমাপ্তিই আসলে নতুন শুরুর ইঙ্গিত। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার অধ্যায় শেষ হলেও, এখান থেকেই শুরু হচ্ছে বিশ্বের নানা লিগে নতুন অভিযান।’
আইপিএল ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে যোগ করেন, ‘এত বছর ধরে দারুণ স্মৃতি ও সম্পর্ক গড়ে তোলার সুযোগ দেওয়ার জন্য সব ফ্র্যাঞ্চাইজিকে কৃতজ্ঞতা। যা কিছু অর্জন করেছি, তার পেছনে আইপিএল ও বোর্ডের বড় অবদান রয়েছে।’
গত বছর ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অশ্বিন। ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচে তার শিকার ৭৬৫ উইকেট—দেশটির ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। ব্যাট হাতে অবদানও কম নয়; আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ৪৩৯৪ রান, টেস্টে রয়েছে ছয়টি সেঞ্চুরি।
