আইপিএলের এক ভেন্যুতে ভিরাটের রানের রেকর্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কখনও শিরোপা জেতা হয়নি ভারতীয় ব্যাটার ভিরাট কোহলির। তবে ব্যাট হাতে গড়লেন অনন্য এক রেকর্ড। নির্দিষ্ট একটি ভেন্যুতে প্রথম ব্যাটার হিসেবে তুলে নিলেন তিন হাজার রান। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শনিবার প্লে-অফ নিশ্চিত করা ম্যাচে এই রেকর্ড গড়েন ভিরাট।

ব্যাট হাতে ২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন কোহলি। আইপিএলে এটি ছিলো তার ৮৯তম ম্যাচ। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে ম্যাচ শেষে তার রান দাঁড়াল ৩০০৫–এ।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮০ ম্যাচে ২২৯৫ রান করেছেন রোহিত ।

তালিকায় তিন নম্বরে আছেন এবি ডি ভিলিয়ার্স। বেঙ্গালুরুতে ৬১ ম্যাচে তার রান ১৯৬০। চারে আছেন ডেভিড ওয়ার্নার। হায়দরাবাদে ৩২ ম্যাচে তার রান ১৬২৩। পাঁচে থাকা ক্রিস গেইলের বেঙ্গালুরুতে ৪৫ ম্যাচে সংগ্রহ ১৫৬১ রান।

Exit mobile version