নানা রেকর্ডের মাঝে ৭০ ম্যাচ অপেক্ষার পর অংশ নেয়া দশ দলের মাঝে সেরা চার দল পেয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের পর শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
একটা লম্বা সময় ধরে এবারের মৌসুমে পয়েন্ট টেবিলে তিন আর চারে ঘুরতে থাকা সানরাইজার্স হায়দরাবাদ গতকাল শেষ দিনে উঠে আসে শীর্ষ দুইয়ে। কলকাতার সাথে তাঁরাও পাচ্ছে ফাইনাল খেলার জন্য অন্তত দুইটি সুযোগ।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এই দুই দল। হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২১ মে, আহমেদাবাদে। সেখানে যেই দল জিতবে তাঁরাই চলে যাবে ২৬ মের মেগা ফাইনালে।
এবার একনজরে দেখে নেয়া যাক প্লে-অফের সূচিঃ
প্রথম কোয়ালিফায়ার : কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ২১ মে (মঙ্গলবার), নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।
এলিমিনেটর : রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২২ মে (বুধবার), নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।
দ্বিতীয় কোয়ালিফায়ার : প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৪ মে (শুক্রবার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।
ফাইনাল : প্রথম কোয়ালিফায়ারের জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী, ২৬ মে (রোববার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।